আমাদের কথা খুঁজে নিন

   

তুমি বললে

এগুলো আমার লেখা। লেখাগুলো কপিরাইটেড।

তুমি বললে তুমি বললে শীত আমি আমার বস্ত্র দিলাম, পশম দিলাম, চামড়া দিলাম খুলে আমার গরম শ্বাসগুলোকেও রাখি, তোমার জন্য তুলে ইচ্ছে করে ছড়িয়ে পড়ি ওজনস্তর জুড়ে শীত যদি চায় ছুঁতে তোমায় পারলে আগে আসুক ধরায় আমার দেহ ফুঁড়ে। তুমি বললে কষ্ট আমি তোমার কান্না নিলাম, অশ্রু নিলাম, নিলাম কেড়ে ভুল আমি তোমায় স্বর্গ থেকে দিলাম এনে ২৭ হাজার ফুল আমি তোমার হৃদয় থেকে নিংড়ে নিংড়ে কষ্ট করি দূর এই পৃথিবীর সকল কবির মনের থেকে দেই তাড়িয়ে নীল বেদনার সুর। তুমি বললে না তো প্রেম আমি আমার জানটা দিতাম পরাণ দিতাম দিতাম চোখের মণি এই হৃদয় খুঁড়ে দিতাম এনে ভালোবাসার খনি আমি তোমায় অনেক দিতাম তোমার জীবন উপচে যেতো সুখে সুখ ছড়াতাম চুলের ডগায়, সুখ ছড়াতাম তোমার দেহের প্রতিটা রোমকূপে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.