আমাদের কথা খুঁজে নিন

   

জাহান্নামের চিত্র - পর্ব ৩

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে। "

জাহান্নামের শ্রেণী বিন্যাস তাতে থাকবে সাতটি (বিশালকায়) দরজা; (আবার) এগুলোর প্রতিটি দরজা (দিয়ে প্রবেশ করার) জন্যে থাকবে (শয়তানের অনুসারীদের) একটা নির্দিষ্ট অংশ। (সূরা আল হেজরঃ আয়াত ৪৪) অর্থাত্ জাহান্নাম হচ্ছে পরলোকের এমন একটি বিশাল এলাকা যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে। সেগুলোকে প্রধানতঃ সাত ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ (১) হাবিয়া (২) জাহীম (৩) সাকার (৪) লাযা (৫) সাঈর (৬) হুতামাহ্‌ (৭) জাহান্নাম বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের অপরাধীরা শাস্তি ভোগ করবে।

যেমনঃ কাফের, মুশরিক, ব্যভিচারী, সুদখোর, ঘুষখোর ইত্যাদি, সবার জন্যই ভিন্ন ভিন্ন স্তরে শাস্তি নির্দিষ্ট আছে। আবার প্রত্যেকটি স্তরের অনেকগুলো ঘাঁটি আছে। যথাঃ গাছছাকঃ এটা একটি হ্রদ। যা জাহান্নামীগণের রক্ত, ঘাম ও পুঁজ ইত্যাদি প্রবাহিত হয়ে সেখানে জমা হবে। গিছলিনঃ এটা হচ্ছে জাহান্নামীদের মল-মুত্র জমা হওয়ার স্থান।

জাহান্নামীরা যখন খুব ক্ষুধা-তৃষ্ণা অনুভব করবে তখন উপরোক্ত দু'জায়গা হতে পানাহার করতে দেয়া হবে। তাছাড়া "তীনাতুল খবল" নামক বিষ ও পুঁজে পরিপূর্ণ আরেকটি কুপের কথাও হাদীসে উলেখ করা হয়েছে। সাউদঃ এটা তীনাতুল খবলের পাড়ে অবস্থিত একটি বিশাল পাহাড়। এক শ্রেণীর জাহান্নামীদেরকে ঐ পাহাড়ের উপর উঠায়ে সজোরে ধাক্কা দিয়ে নিচে ফেলা হবে, পুণরায় উঠানো হবে এবং ফেলা হবে এভাবে শাস্তি দেয়া হবে। আল্লাহ তায়ালা কোরআনে বলেন, অচিরেই আমি তাকে (শাস্তির) শীর্ষ দেশে আরোহণ করাবো; (সূরা আল মোদ্দাস্‌সেরঃ আয়াত ১৭) যুব্বুল হজনঃ এটা জাহান্নামীদের আরেকটি ঘাঁটি।

এখানে রিয়াকার ও অহংকারী লোকদেরকে শাস্তি দেয়া হবে। গাইঃ এটা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। কেননা "গাই" য়ের ভীতিজনক হুংকার শুনে জাহান্নামের অন্যান্য স্থান প্রতিদিন 'গাই' হতে চার শত বার আশ্রয় প্রার্থনা করে। জাহান্নামের একটি বিশেষ মাথা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ কিয়ামতের দিন জাহান্নাম থেকে একটি বিশেষ মাথা বের হবে। তার দুটো চোখ কান থাকবে যা দিয়ে সে দেখতে ও শুনতে পাবে এবং একটি জিহ্বাও থাকবে, তা দিয়ে সে কথা বলবে।

সে বলতে থাকবেঃ আমাকে তিন ব্যক্তির উপর প্রাধান্য দেয়া হয়েছে। (১) অহংকারী, বিদ্রোহী (২) যে ব্যক্তি আলাহ ছাড়া আর কাউকে ইলাহ্‌ মনোনীত করেছে এবং (৩) চিত্রকর। (তিরমিযি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.