আমাদের কথা খুঁজে নিন

   

জাহান্নামের চিত্র - পর্ব ২

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে। "

জাহান্নামের প্রাচীর রাসূল আকরাম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, চারটি প্রাচীর দ্বারা জাহান্নাম পরিবেষ্টিত। এর প্রতিটি প্রাচীরের প্রস্থ চল্লিশ বত্সর অতিক্রান্ত পথের দূরত্বের সমান। (তিরমিযি) অতএব, যে প্রাচীরের দূরত্ব চল্লিশ বত্সর অতিক্রান্ত রাস্তার সমান, কাজেই সেই প্রাচীরের দৈর্ঘ্যের ব্যাপারে আলোচনা নিস্প্রোয়োজন। জাহান্নামের গভীরতা রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যদি জাহান্নামের ভেতর একটি পাথর নিক্ষেপ করা হয়, তবে তা জাহান্নামের তলদেশে পৌঁছতে সত্তর বত্সর সময় লাগবে।

(তারগীর, ইবনে হিব্বান) হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেছেন, একবার আমরা নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর খেদমতে বসা ছিলাম। হঠাত্ আমরা একটি বিকট শব্দ শুনতে পেলাম। রাসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা বললাম, আলাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেন , এটা একটা পাথর পতিত হওয়ার শব্দ। আলাহ একে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন।

সেটি সত্তর বত্সর চলার পর আজ জাহান্নামের তলদেশে পৌঁছেছে। এটি তারই শব্দ (মুসলিম) জাহান্নামের আগুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের ব্যবহৃত আগুন, (তাপমাত্রার দিক থেকে) জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ্‌ ! দহনের জন্য এ আগুনই কি যথেষ্ট নয়? তিনি (সাঃ) বললেন, হ্যাঁ তবুও পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুন উনসত্তর গুণ বেশী দহন শক্তি সম্পন। (বুখারী ও মুসলিম) তারগীব ওরা তারহীবের এক বর্ণনায় আছে- জাহান্নামীগণ যদি পৃথিবীর আগুনের সংস্পর্শে আসতো তাহলে সুখনিদ্রা এসে যেতো। অন্য এক রিওয়াতের আছে, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনঃ এক হাজার বত্সর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তাপ দেয়া হয়েছে।

ফলে তা রক্তিম বর্ণ ধারণ করেছে। তারপর আবার এক হাজার বত্সর পর্যন্ত উত্তাপ দেয়া হয়েছে। পরে তা সাদা বর্ণ ধারণ করেছে। অতঃপর আরো এক হাজার বত্সর পর্যন্ত উত্তাপ দেয়া হয়েছে। তারপর তা কালো বর্ণধারণ করেছে।

সুতরাং বর্তমানে তা গাঢ় কালো ও তমসাচ্ছন্ন। (তিরিমিযি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.