আমাদের কথা খুঁজে নিন

   

"স্বপ্নডানা" - এর একটি পোষ্টের পরিপ্রেক্ষিতে আমার একটি পোষ্ট

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

আপনার বক্তব্য কিছু মানলেও সব মানতে পারছিনা। দুঃখিত। পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেছেন, "তোমরা নামাজ আদায় করে জমিনে ছড়িয়ে যাও"। এর অর্থ যে, ধর্মের কাজ করার পর নিজের জীবন ধারনের জন্য সব হালাল কাজ করা যাবে। ব্যাবসা, চাকুরী, পড়াশুনা ইত্যাদি করতে বলা হয়েছে।

মনে রাখবেন ইসলাম এমন একটি ধর্ম যেখানে সবকিছুর সমাধান দেয়া আছে। তাই যদি না হবে তাহলে এতদিন কোরআন শরীফও অন্যান্য ধর্মগ্রন্হের মত বিকৃত হয়ে যেত। যা এখনও হযনি আর কখন্ও হবেও না। যার রক্ষাকারী আল্লাহ নিজেই। কিছু মানুষ এই ইসলামের ভুল ভাবে ব্যাখা দিচ্ছে যার জন্য আমরা এখন কনফিউজড।

এই দুনিয়াটা একজন মুমিনের জন্য জেলখানা সরূপ। কারণ এখানে ভাল কর্ম করলেই (আল্লাহকে মেনে চললেই) পরকালে ভাল হবে। যেহেতু আমরা মুসলমানরা হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত, আর তিনি তাঁর মৃত্যুর আগে শপথ করে গেছেন যে, হাশরের ময়দানে তিনি নিজে তাঁর উম্মতের জন্য সুপারিশ করবেন এবং একসময় সবাই বেহেস্তবাসী হবে। আর আল্লাহ অবশ্যই তাঁর (হযরত মুহাম্মদ (সাঃ) ) কথাকে রাখবেন। কিন্তু এই দুনিয়ায় যারা ঈমান আনেনি তাদের যেহেতু পরকালে কখনও বেহেস্তে যাওয়া সম্ভব নয়, তাই আল্লাহ এই দুনিয়াতে তাদেরকে অনেক সুখে রেখেছেন এবং প্রয়োজনে আরো সুখ দিবেন।

আমার এই মন্তব্যে কেউ দুঃখ পেয়ে থাকলে আমাকে মাফ করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।