আমাদের কথা খুঁজে নিন

   

খুবই জরুরীঃ সরকার প্রতন্তত্ত্ব ফ্রান্সে পাচার করছে- বাঙালির ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সকল মুক্তচিন্তাশীল ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি , আজকের প্রথম আলোর সর্ব ডানের কলামে ছোট একটি সংবাদ ছাপা হয়েছে । দেশের জৈষ্ঠ্য নাগরিক বৃন্দের প্রতিবাদ , দেশের প্রতন্তত্ত্ব সম্পদ বাচান , বিদেশে পাঠানো রোধ করুন শীর্ষক । আমাদের জাতীয় যাদুঘরে সংরক্ষিত বাঙালির ইতিহাস আর ঐতিহ্যের স্বাক্ষর, নানা নির্দশন প্রদর্শনীর নামে ফ্র্রান্সে পাঠানো হচ্ছে ।

এ বিষয়ে জৈষ্ঠ্য নাগরিক বৃন্দগণ উদ্বেগ প্রকাশ করলে সরকার একটি তদন্ত কমিটি গঠন করে । তদন্ত কমিটি কাজ করলে আরো চমতপ্রদ ও ভয়াবহ সবকাহিনী বেরিয়ে আসে । প্রর্দশনীর নামে ফ্রান্সে যেসব সম্পদ পঠানো হচ্ছে সব পাল মৌর্য এবং আরো প্ুরোনো এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নির্দশণ গুলো কোনরকম নিয়মনা মেনে , কোন সুস্পষ্ট তালিকা না করেই ফ্রান্সে পাঠানো হচ্ছে । তদন্ত কমিটি এ বিষয়ে তদন্ত শুরু করলে কোনভাবেই মন্ত্রণালয়, যাদুঘর কেউই তাদের সহযোগিতা করেনি । বরং তারা পাচারের সংগে জড়িতরা বিষয়টি দ্রুত গতিতে সম্পন্ন করতে থাকে ।

আজ শুক্রবার সকালে যাদুঘরের সামনে প্রায় ১০০ শিল্পী এবং ঢাকাবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদে অবস্থান করে । কিন্তু কোন কিছুই ভ্রুক্ষেপ না করে সরকার তড়িঘরি করে এসব পাঠানোর ব্যবস্থা করছে । এর নেপথ্যের কারণ কি? একবারও কি কেউ ভেবে দেখেছেন । তা আরো ভয়াবহ, আরো মর্মান্তিক । বিগত সরকার এ জামাত নিজেই ছিল, এই সরকার ও জামাতীদের দ্বারা প্রভাবিত তা এখন আর বলার অপেক্ষা রাখেনা ।

জামাত বাঙালিকে নিয়ে যে ষড়যন্ত্রে মেতেছে তা অনেক সুদুরপ্রসারী এবং অকল্পনীয় । আমাদের ইতিহাস ঐতিহ্যকে তারা সবসময় প্রশ্নবিদ্ধ করছে তা ক্ষতবিক্ষত করছে । এই পুরো প্রমাণাদি -দলিল বিদেশে পাচার করে বাঙালির ইতিহাসই তারা পাচারের চক্রান্তে মেতেছে । বাঙালির ইতিহাসের প্রমাণ সব এভাবে ধ্বংস করে তারা বাঙালির ইতিহাস মুছে দিয়ে শুধু মুসলিম ইতিহাস লালন করতে যায় । সেই দিন কি আর বেশীদূরে যখন যাদুঘরে মুসলিম ঐতিহ্য আর ক্যালিগ্রাফি ছাড়া আর কিছুই রইবে না !! অর্থাত বাঙালির ইতিহাস শুধু মমুসলিম ইতিহাস ।

এখনই রোধ করা না গেলে তা আর কোনক্রমেই রক্ষা করা সম্ভব নয় । যে ইতিহাস মানুষ এখনও বয়ে বেড়ায়, যার সাক্ষী মানুষের মনে-মগজে-দেহে সেই ইতিহাসই এই জামাতীরা অস্বীকার করে , বদলে ফেলে সেখানে হাজার হাজার বছরের পুরোনো ইতিহাস নতুনভাবে রচনা এইক্ষন ক্ষনিকের বিষয় । সময়ের ব্যাপার মাত্র । আমরা কার কাছে যাবো , কার কাছে বলব , আমাদের ইতিহাস ঐতিহ্য রক্ষা করো । আমাদের বাঙালিত্ব বাচিয়ে রাখো ??



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.