আমাদের কথা খুঁজে নিন

   

আমি হইতো মানুষ নই!

Disclaimer: All writtings contain severe spelling errors. নিজ গুনে ক্ষমা করে পড়বেন।

আমি হইতো মানুষ নই! মানুষ গুলো অন্যরকম। হাটতে পারে, বসতে পারে, এ ঘর থেকে ও ঘরে যায়। মানুষ গুলো অন্যরকম- সাপে কাটলে দোউরে পালায়। আমি হইতো মানুষ নই! সারাটা দিন দারিয়ে থাকি; . . . . গাছের মত দারিয়ে থাকি।

সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাইনা। অনেকদিন বরফ মাখা জল খাইনা। কি করে তাও বেঁচে থাকছি! . . .ছবি আঁকছি. . . সকাল বেলা, দুপুর বেলা অবাক করে সারাটি দিন বেঁচেই আছি আমার মত । . . . . অবাক লাগে ! . . . . আমি হইতো মানুষ নই। মানুষ হলে ঘর থাকত, রাতের বেলায় ঘরের ভেতর প্রিয় মানুষটি থাকত।

আমি হইতো মানুষ নই! মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন? ! . . . . মানুষ গুলো অন্যরকম- হাত থাকবে, নাক থাকবে, চোখ থাকবে-নিকিল মাখা কি সুন্দর চোখ থাকবে! . . . ভালবাসার কথা দিলেই কথা রাখবে। মানুষ হলে চোখের মধ্যে অভিমানের রাগ থাকত। বন্ধু থাকত, ভালবাসার মানুষ থাকত, হঠাত করে মরে যাবার ভয় থাকত। আমি হইতো মানুষ নই! মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হত না। তোমাকে ছারা সারাটা রাত বেঁচে থাকা আর হত না।

- Nirmalendro Goon

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।