আমাদের কথা খুঁজে নিন

   

কেনো, আগে কইলে কি হইতো?

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আপনার বাড়ী কোথায়?
রাজাপুর।
রাজাপুর! এটা কোথায়?
খানখানাপুর।
সেটা আবার কোথায়?
বালিয়াকান্দি উপজেলায়।
এটা কোন জায়গায়?
রাজবাড়ী জেলায়।
রাজবাড়ী জেলা! কোথায় যেন সেটা?
বৃহত্তর ফরিদপুর জেলায়।
ওহ আচ্ছা, তাই বলো, সেটাতো ঢাকা বিভাগেই! মানে ঢাকার মানুষ তোমরা! তা বেশ। আমিও ঢাকার। তা আগে কইবা না তুমি ঢাকার ছেলে!

কেনো, আগে কইলে কি হইতো?

এতক্ষণ অনুবিক্ষণ যন্ত্র দিয়া রাজাপুর খুজে সময় নষ্ট করা লাগতো না। ঢাকার মানুষ হিসেবে মানে আমরা একই এলাকার মানুষ হিসেবে অনেক আগেই এক সাথে বসে চা টা খাইয়া ফালাইতাম!

(ভাবার্থঃ তত্বকথা বাদ দেন, সরাসরি কামের কথায় আসেন। গনতন্ত্র, বাক ব্যাক্তির স্বাধীনতা, সামাজিক মুল্যবোধ, সুশাষন তথা আইনের শাষনের কথা বলেন আগে, পরে ওই শব্দগুলারে ভাইঙ্গা চুইড়া তাত্বিক রচনাবলী লিইখেন!)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.