আমাদের কথা খুঁজে নিন

   

অনেক পথের ভিড়ে আমি....

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

দিনটি ছিল টিপটিপ বৃষ্ঠি সিক্ত। সাথে দমকা বাতাস। ইচ্ছে ছিলনা ঘর থেকে বের হবো। তবুও খবরের সন্ধানে ছুটে চলা মানুষ আমি। তাই তো ঘরের মায়া চাইলেও বেঁধে রাখতে পারেনা আমাকে।

এক অনাগত জীবনে মাধুর্যময় স্বপ্ন বুনি আমি। কথায় আছে... দিন নাকি ফুরায়....স্বপ্ন ফুরায় না। কথাটা আমার বেলায় মনে হয় কিছুটা সত্য। সেই সত্যের পথ ধরে অবিরত ছুটে চলা। কখনো দিনরাত্রি একাকার হয়।

সময়ের নিঃকণ্টক পথ হয়না, থাকে না। অনেক চড়াই উৎরাই পেরিয়ে যেতে হয়। এখনো মনে হয় সেই পথ অতিক্রম করতে পারিনি। পথে বেরুলে মনে হয় পথ অনেক। সত্যের পথ....মিথ্যের পথ।

কঠিন পথ.....আবার সরল পথ। আমি কোন পথে যাবো? আজ সকালটা শ্রুতি মধুর ছিল। বিশেষ করে আমার জন্য। এক মায়াবী রুপের আদুরে কণ্ঠ ভেসে উঠেছিল আমার সেলফোনে। হ্যালো....কেমন আছেন ভাস্কর? ছিনতে পেরেছেন ? প্রশ্নটা হয়তো খুব ছোট অনেকটা অনাকাংখিত.....তবুও মুহুর্তের জন্য নিজেকে সামলে নিলাম।

কে আপনি?·· একটা বাংলা গান মনে পড়ে গেলো। কে তুমি কে তুমি আমায় ডাকো। তার ডাক আমি শুনলাম অবশেষে। কে ডেকেছিল, নামটা অজানাই থেকে যাক। ..........আপনাকে ধন্যবাদ।

আমাকে ডেকেছেন বলে। তবে সত্যির মতো যেন সেই ডাক চিরন্তর ও শ্বাশত হয়। আমি সেটাই প্রত্যাশা করি। আপন কারো কাছে নিজেকে সর্পে দেয়ার আনন্দই আলাদা। মনের অজান্তে যখন মনে হয়....সে আমারই একজন ।

বড় বেশী কাছের। বড় বেশী আপন। তার কণ্ঠে আমার নাম উচ্চারণ মনে বড় দাগ কেটেছে। সেই দাগ মুছাতে চাই না কখনও কোন কালে। আজকের এই দীর্ঘ ফোন আলাপ শেষে তার প্রতি বিনম্রয় শ্রদ্ধা রেখে বলতে চাই ... বেঁচে থাকো অনাদিকাল....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.