আমাদের কথা খুঁজে নিন

   

সাক্ষী এক যুগের মিলনে

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

সাক্ষী এক যুগের মিলনে / শেখ জলিল সেই এক বিকেল এখনো দাঁড়িয়ে এ দুয়ারে আমার- আমগ্ন মৌমিতা প্রাণ বিদগ্ধ ব্যাকুল আলোছায়া হয়ে। তুমি আসবে বলেই হাসনুহেনা ছড়িয়েছিলো ঘ্রাণ পাতাবাহার পাতারা হয়েছিলো আরও সতেজ রঙিন একটি সোমত্ত বাগান দাঁড়িয়েছিলো চোখের সামনে। তুমি আসছিলে ভীরু পায়ে ত্রস্তে হেঁটে আঙিনায় ভীত হরিণীর সন্দিগ্ধ দু'চোখ ছিলো ব্যস্ত চারপাশে যেন এক বাঘের গর্জন শুনছিলে বনের আড়ালে! আমি ছিলাম একলা ঘরে একান্তে সেদিন শুধু এক যুগ বুকে করে তোমার আসার অপোয়। তুমি এলে পূণর্ভবা যেন সেই- আমাদের বদলে যাওয়া দিনগুলো বদলাতে ফের। যুগের আকাশ ঠাঁই নিলো কালান্তে হঠাৎ কোনো গোধূলি আবিড় আবার রক্তাক্ত হলো শেষে। যখন ঘনালো সন্ধ্যা কুয়াশায় মেঘে মেঘে ভেসে বাতাসের স্রোতেরা উঠলো নড়েচড়ে চারদিক- আমরা গেলাম হয়ে সাক্ষী এক যুগের পূর্ণমিলনে! ১০.১১.২০০৭

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.