আমাদের কথা খুঁজে নিন

   

গৃহবন্দি অবস্থা থেকে পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীর বিবৃতি

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

’পাকিস্তানের পুরো বিচার বিভাগ সংবিধানের মর্যাদা সমুন্নত রাখার জন্য লড়াই করছে। জেনারেল পারভেজ মোশাররফের জারি করা অস্থায়ী সাংবিধানিক অধ্যাদেশকে (পিসিও) বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেহেতু বিচার বিভাগের কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে এই অধ্যাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সাত সদস্যের বেঞ্চ যে আদেশ দিয়েছে তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং তা পালন করতে হবে। ’ ‘এই আদেশ জারির পর আইনজীবী ও সিভিল সোসাইটির সদস্যদের ডিটেনশন প্রদান সহ সরকারের যে কোনো কাজ অবৈধ বলে গণ্য হবে।

যাদের একমাত্র অপরাধ তারা জরুরি অবস্থা ও পিসিওর বিরোধিতা করেছেন। পাকিস্তান সুপ্রিম কোর্টে ১৩ জনের অধিক বিচারপতি এই পিসিও মোতাবেক শপথ নিতে অস্বীকার করেছেন। গতকাল সকালে সুপ্রিম কোর্টের বিচারকরা বিচারিক দায়িত্ব পালনের জন্য সরব হলে তাদের থামিয়ে দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় পিসিও সংক্রান্ত পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানীও স্তব্ধ করে দেয়া হয়। এ বেঞ্চেই সুপ্রিম কোর্টে কার্যক্রম অব্যাহত রাখার আদেশটি পাশ হয়।

’ ‘এই আদেশটি পাশ হয়েছে এবং যারা প্রকাশ্যে এর বিরোধিতা করবে তারা সংবিধানেরই বিরোধিতা করবে। আমি এবং সুপ্রিম কোর্টের সকল বিচারক আইন ও সংবিধান মোতাবেক আমাদের বিচারিক ক্ষমতা চর্চা করে আসছিলাম এবং আমরা ভবিষ্যতে তা অব্যাহত রাখার ব্যাপারে সংকল্পবদ্ধ। ’ সূত্র : ইন্ডিপেন্ডেন্ট, লন্ডন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।