আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা গ্রেপ্তার না গৃহবন্দি, প্রশ্ন বিএনপির

বিএনপির সাংসদদের একটি প্রতিনিধি দল শুক্রবার বিকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবির বিষয়টি তুলে ধরে।   
বঙ্গভবন থেকে বেরিয়ে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, “বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে অববরুদ্ধ করে রেখেছে। উনি গ্রেপ্তার না গৃহবন্দি সরকার তা স্পষ্ট করেনি। ”
তিনি অভিযোগ করেন, খালেদা জিয়াকে তার বাসা থেকে বেরিয়ে কার্যালয়ে যেতে  দেয়া হচ্ছে না। নেতাকর্মীদেরও তার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না।


ফাইল ছবি

“রাষ্ট্রপতি বলেছেন মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব সংবিধানে আছে। বলেছেন, তিনি চেষ্টা করবেন। ”
ফাইল ছবি
একই দাবি নিয়ে বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দেন বিএনপির সাংসদরা।
রাষ্ট্রপতির সঙ্গে ৪৪ মিনিট কথা হয়েছে জানালেও নির্বাচন ও বিএনপির আন্দোলন নিয়ে কোনো কথা হয়েছে কি-না সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ফারুক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আন্দোলন সংগ্রাম অব্যাহত আছে, তা চলবে।

  এ বিষয়ে জোটের পক্ষ থেকে বলা হবে। আমরা কথা বলব না। ”
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে অবহিত করতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন বলেও সাংবাদিকদের জানান বিরোধী দলীয় প্রধান হুইপ।  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.