আমাদের কথা খুঁজে নিন

   

ইউএনও সাহেবদের পাজেরো গাড়ি প্রসংগ

কেএসআমীন ব্লগ

সরকার আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ২৬ লাখ টাকা দামে পাজেরো গাড়ি দিচ্ছেন। এ নিয়ে পত্রপত্রিকায় বেশ বিতর্ক জমে উঠেছে। নূরুল আলম নামক জনৈক ইউএনও প্রথমআলোয় প্রতিবাদ করে বলেছেন যে এসপি সাহেবরা ৫২ লাখ টাকার বিলাসবহুল পাজেরোতে চড়েন। আর অতিরিক্ত এসপিগন ৪০ লাখ টাকার পাজেরোতে চড়ছেন যাদের চাকুরীর বয়স মাত্র ৫/৬ বছর। সাবাস পাজেরো কালচার..... এদেশ এগিয়ে যাচ্ছে.... এবং এগিয়ে যাবেই... যে সরকারী চাকুরের বেতন ২০ হাজার টাকা নয়, তাকে দেয়া হচ্ছে ৫২ লাখ টাকার গাড়ি। প্রতি মাসে এ গাড়ির পেছনে তেল ও রক্ষণাবেক্ষন খরচ কমপক্ষে ৫০ হাজার টাকা। রাষ্ট্রীয় নীতিকে সাধুবাদ জানাতেই হয়... অপরদিকে, আমাদের মন্ত্রী বা উপদেষ্টাগণ মাত্র ১৩/১৪ লাখ টাকার 'নিশাস-সানি' গাড়িতে চড়েন কেন? এ বৈষম্য কীভাবে সৃষ্টি হলো? সচিব, মন্ত্রী এ পদমর্যাদার জন্য অবশ্যই তাহলে মার্সিডিজ বেন্জ বা বিএমডব্লিউ থাকা দরকার অথবা ইউএনও বা এসপিদেরকে ৪ লাখ টাকার "মারুতি-৮০০" দেয়া উচিত। আমাদের প্রতিবেশী গাড়ি রাপ্তানীকারক দেশ ভারত তাদের আমলাদের কোন মানের গাড়ি দিচ্ছে একটু খতিয়ে দেখা দরকার, যদি আমাদের ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.