আমাদের কথা খুঁজে নিন

   

ইউএনও সাহেবদের জন্য ২৬লাখের গাড়ী..............?



পত্রিকার মাধ্যেম জানলাম সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি ১৫০ জন ইউএনও র জন্য প্রতিটি ২৬ লাখ টাকা মূল্যের ১৫০ টি পাজেরো গাড়ী কেনার প্রস্তাব অনুমোদন করেছে। সর্বসাকুল্যে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা। আমাদের এই গরীব দেশের একজন উপজেলা নির্বাহীর জন্য এটা কতটুকু ব্যয়বহুল তা বলার অপেক্ষা রাখেনা। তবে এটাও ঠিক যে এই দেশের গরীব মানুষের ঘোড়া রোগোর অভাব নেই। আমাদের পাশ্ববর্তী দেশের ৭-৮ জন সচিব যেখানে ১টি গাড়ীতে চড়ে অফিসে চলে আসেন, সেখানে এদেশের সচিবদের জন্য ব্যক্তিগত গাড়ীতো আছেই, তাও আবার Land Cruiser, Prado সহ আরো অনেক বিলাসবহুল দামী ব্রান্ডের গাড়ীতে চড়ে অফিসে আসেন।

কোন কোন বড় কর্তা বাবুরা একেকজনে ২-৪ টা সরকারী গাড়ী ব্যবহার করেন। শুনেছিলাম গত জোট সরকারের আমলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বড় কর্তা নাকি চার চারটি সরকারী গাড়ী ব্যবহার করতেন। এসব কিছুই আমাদের জন্য নিয়ম হয়ে গিয়েছিল। আমার মনে কোন দ্বিধা জমতো না যদি আমাদের নিয়মিত কোন রাজনৈতিক সরকার এই ক্রয় সিদ্ধান্তটি অনুমোদন করতো। কিন্তু ১/১১ পরে যে সরকার আমাদের দেশ পরিচালনা করছে তারা অনিয়মিত সরকার।

রাজনৈতিক সরকারগুলোর কল্যানে যা আমাদের দেশে নিয়ম হয়ে গিয়েছিল, তার অনেক কিছুতেই তারা অনিয়ম ঘটিয়েছে। কিন্তু এ ক্রয় সিদ্ধান্তটি আমার কাছে কোন অনিয়ম মনে হয়নি। ব্লগার বন্ধুরা, আপনাদের কাছে মনে হয়েছে কি? আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য গাড়ীর প্রয়োজনীয়তা রয়েছে; কিন্তু একেকজনের জন্য ২৬ লাখ টাকার গাড়ীর কতটুকু প্রয়োজন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.