আমাদের কথা খুঁজে নিন

   

ভাবতে কষ্ট হয় এটা আমার দেশ আমার জম্মভুমি---

.........

দেশে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না- আমি তো রোযার সময় বাংলাদেশে গিয়েছিলাম- দেখলাম মার্কেট ময় খাওয়া দাওয়ার ধুম রোযার কোন বালাই নেই--- মেয়ে বলেন আর ছেলে বলেন সবার চাল চলনে এত বেহাইয়া পানা এসেছে যা বলার মত না--- এক বাসায় গেলাম দেখা করতে --- গিয়ে শুনি তাদের মেয়ে বাসায় আসে না আজ তিন দিন, তার মা বাবার মাঝে মেয়ে কে নিয়ে কোন চিন্তার ছায়া দেখলাম না----- তারা দিব্বি চিন্তামুক্ত, মূল্যবোধের কতটুকু অবক্ষয় হলে এমন হতে পারে। আমার মা তো বলেই ফেলল কোন দেশে এলাম রে বাবা----- বাংলাদেশে সামাজিক মুল্যবোধে যে পচন ধরেছে তা সারবার নয়---- যারা বাংলাদেশে আছেন তারাই বলতে পারবেন, যদি আপনার দৃষ্টি ভঙ্গীর বেরাম না থাকে---- ভাবতে কষ্ট হয় এটা আমার দেশ আমার জম্মভুমি--- এই পোষ্ট আমি কতেক প্রশ্নের জবাব দিচ্ছি, ১- কিসের এত অভিমান, পোষ্ট কেন মুছলাম। ২- পোষ্ট মুছে আমি কি কেন্দ্রবিন্দুতে আসতে চাইছি। ৩- কতৃপক্ষ কেন আমার পোষ্ট ফিরিয়ে দিতে দায়বদ্ধ নাকি। ৪- ব্লগে আসছি অথচ আমি কেন পোষ্ট দিচ্ছিনা। প্রথমে বলছি সবার কাছে ক্ষমা চাইছি---- পোষ্ট গুলো মুছার জন্য। সুমি,শিলা,চতুরভুজ এদের অড়ালে যারা লেখেন কতগুলো পুরুষ, এমন কথা শুনার পর ব্লগে আর থাকতে মন চায়নি, তাই মুছে ফেলেছি পোষ্ট গুলো----- যারা বলেছেন পোষ্ট মুছলেই কি আপনাকে নিয়ে হৈচৈ পড়ে যাবে-- আমি তাদের বলছি আমি এমন কোন জনপ্রিয় ব্লগার না যে আমার জন্য আপনাকে ভাবতে হবে। আমি অনেকের ভালবাসা পেয়েছি মুঠো ভরে নয় হৃদয় উজার করা ভালবাসা--- যারা প্রতিনিয়ত আমাকে ব্লগে আসার জন্য এবং লিখার জন্য অনুরোধ করেছে--- তাদের কাছে আমি কৃতজ্ঞ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.