আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার জন্মকথা

সুস্থ সুন্দর জীবনযাপন করতে চাই । ভাসতে চাই অনাবিল সুখে । কাব্যিক মনের কথাগুলো একের পর এক জোড়া লাগতে থাকে । ভরদুপুরে খেচর ডানা মেলে, সশব্দে অথবা ঘোর নীরবে । ফুলবাগানে রঙ্গিন ডানা মেলে উড়তে থাকে প্রজাপতিটা ।

সজোরে কা কা রবে দুপুরের নিস্তব্ধতা ভেঙ্গে দেয় কাক । এভাবে কবিতার জন্ম হয় । এভাবেই কবিতার জন্ম । ভ্যাপসা গরমের দুপুরে হোক অথবা কনকনে শীতের মিষ্টি দুপুর । তখনই কাব্যিক মনে চলে ঝড় ।

এভাবে কবিতার জম্ম । কবিতাদের জম্ম প্রতিটি দিন প্রতিটি দুপুরে, ভর দুপুরে । কবিতাদের জন্ম প্রতিনিয়ত বসন্তের কুহু কুহু কোকিলের সূরে । সুখ অথবা ব্যাথা, কবিতার জন্মকথা । ২৬/০১/২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।