আমাদের কথা খুঁজে নিন

   

কাঠের ফার্নিচার, গাছের বলি, প্রানের হোলিতে নয় গাছ কাটার নয় বিকল্প চিন্তা করি।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

জগতটা প্রতিনিয়ত তাপমাত্রায় উত্তপ্ত হয়ে উঠছে। যেদিন থেকে মানুষ নিঃশ্বাস ত্যাগ করে আসছে সেদিন থেকে সমস্যাটার শুরু হয়নি, শুরু হয়েছে যেদিন থেকে মানুষ নিঃশ্বাস ছাড়া বন্ধ করেনি অথচ গাছ কাটা শুরু করেছে, বেহিসেবি অর্থ উন্মাদ টাইপের ক্ষুধার্ত রাক্ষসের মত। তাই তাপ স্বাভাবিক ভাবে অবৈধ লাইসেন্স নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। আর এই রাগত বাস্প গুলো ঘুমন্ত শীতল হিমালয়, শান্ত আন্দিজের মত নিরীহ পাবলিকগুলোকেও দরজা-জানালায় আঘাত দিয়ে ক্ষেপিয়ে তুলছে। তাই জগত ভেসে যেতে তৈরি হচ্ছে প্রতিনিয়ত।

জানি না কেন আজ মনে হচ্ছে এই বান যদি ২০০ বছর পর না হয়ে আজ অথবা এক্ষুনি হয়ে যেত কত না ভাল হত। এ প্যাচাল বাক্যের জটলায়, টেনশন-বিরক্তির জীবন একটি ঢেউ এসে উড়িয়ে নিয়ে যেত। আমার জীবন উড়িয়ে নিয়ে যাক আর না যাক। পৃথিবীটা যে ভেসে যাবে সে কথা সবারই চিন্তা করা উচিত। আর এ চিন্তা চিন্তার মধ্যে প্যাকেট মোড়া আর শীতের লেপ মোড়ার মত ভাঁজ করে রাখলে হবে না, আসুন যার যতটুকু সম্ভব গাছ লাগাই।

আর যদিও ঢাকা শহরে গাছ লাগানোর সুযোগ নাই, আসুন স'মিল গুলো বন্ধ করার জোর তত্পরতা চালাই। প্লাষ্টিক উড, থাই, এলমুনিয়াম আর লোহার অজস্র ফার্নিচার পাওয়া যায়, তাই গাছ কেটে বড়লোকি দেখানোর মত বোকামী কেন যে সভ্য মানুষ করে তা বিশ্বাস হয় না। আসুন কাঠের ফার্নিচার নয়, বিকল্প ব্যবহারের কথা চিন্তা করি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।