আমাদের কথা খুঁজে নিন

   

বানরের ভাই ওরাং উটাং

জনাব বান্দর মিঞা, সদর ঘাটে গিয়া, বান্দরের গেঞ্জি কিনে, চাইর টাকা দিয়া

বানর একটি প্রচন্ড দরকারী প্রাণী। পৃথিবির অনেক স্তানেই বানর নিয়া বিজ্ঞানিরা গবেসনা করে তাকেন। মানুসের উপকারের জন্য বানরের উপরে বিবিন্ন অসুধ পরিক্কা করা অয়ে থাকে। এই দরকারি বানরের এক প্রজাতি, ওরাং উটাং - এরা একন ধংসের মুখে। মালয়েসিয়াতে যেসব বাইজান তাকেন, তারা এটা বলতে পারবেন। অইখানেই অরাং উটাং এর বসতি, কিন্তু বন জঙ্গল কাইটা ফেলাতে আজ অরাং উটাং এর বারিঘর শ্যাস। (আমার ছেহারাডা উরাং উটাং এর মতই। মনে অয় ভাই বেরাদর আছিল।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।