আমাদের কথা খুঁজে নিন

   

বানরের সাথে



বানরের সাথে গোলাম কিবরিয়া পিনু আমেরিকার ঝুপোওয়ালা এবং নরম ও ঘন চুলবিশিষ্ট ক্ষুদ্রাকৃতি বানর এখানে এসে হয় বন-অধিশ্বর, বানরের বিবাহবার্ষিকী ধুমধামে পালিত হয় আমাদের মাঠ ও সবজি উত্পাদনের জায়গায়! বানর সমদ্রযাত্রা না করেই নেড়ে দেয়া বাদামের গুঁড়ো-চিনি-ডিম এলোমেলো করে, কত যে ফলের শাঁস খেয়ে ফেলে দেয় উঠানে উঠানে নোংরাও করে! আমরা ঢিল মারতে পারি না গুলি ছোঁড়ার শক্তি বহু আগেই হারিয়ে ফেলেছি! কমলালেবু কাকে খাওয়াবো_বানরটা ইশারায় বলে দেয় কোন রংয়ের পোশাকে কে কখন নাচবে তার সাথে চোখে চোখ রেখে বলে দেয়! নিজের পুতুল নিজে নাচাতে পারি না_ বানরের সাথে আমরা নাচি ও বাঁচি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।