আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির অবস্থা এখন ছাল নাই কুত্তার বাঘা বাঘা নাম।

কবঠ

ষ্ট্রেটেজি নম্বর ওয়ান। বিএনপি চায় তত্ববধায়ক সরকার। আম্বা সরকার জীবন গেলেও এটাতে রাজী হবে না। বিশাল উন্নয়নের জোয়ারেও ভাবমুর্তির ঐরকম বিকাশ ঘটেনি। দলিও কিছু চামচের বাড়াবাড়িতে।

আম্বারা চাচ্ছে যে কোন মুল্যে তারিকের বনবাস দীর্ঘায়ীত হোক। বিএনপি চাচ্ছে তারিক নির্বাচন পরিচালনার ভার নিক। তাহলে হয়তো একটা ম্যাজিক ঘটলেও ঘটতে পারে। আর এটা সম্ভব একমাত্র তত্বাবধায়ক সরকার এলেই। অর্ন্তরবর্তীকালিন সরকারে বিএনপির সম্প্রিক্ততা থাকলেও আইনের পরিপন্থি কোন কাজ করা তাদের দ্বারা সম্ভব হয়ে উঠবে না আম্বাদের হস্থক্ষেপের জন্য।

ষ্ট্রেটেজি নম্বর টু। ইতিমধ্যেই জামাতকে নির্বাচন থেকে বেড় করে দেয়া হয়েছে। যা বিএনপির জন্য বড়ই পীড়া দায়ক একটি ব্যাথার সৃষ্টি করেছে। জামাতের সীটগুলি পেতে হলে বিএনপির ধনের শীষ ওদেরকে ব্যাবহার করতে দিতে হবে। জামাত পেটের ভিতর ঢুকে যাওয়ায় বিএনপির আকারের যতসামান্য হলেও ক্ষতি হয়েছে।

আম্বারা তাদের সর্বশক্তি দিয়ে হলেও জামাতকে বিএনপির ব্যানারে নির্বাচন করতে বাধ্য করবে। যার ফলে বেজির ভাবমুর্তি আরো নীম্নমুখী হবে। ষ্ট্রেটেজি নম্বর থ্রী। বিএনপির তেত্রিশ পারশেন্ট কোর ভোট বিএনপি পেযে থাকে। এবারও তার বর্তায় ঘটবে না যদিও ধরেনি।

তবু বিএনপি আশানুরুপ ফলফল পাবে না। আম্বাদের যারা পছন্দ করেন না তারা বরাবরের মতোই বিএনপিতেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আম্বাদের কোর ভোট আটত্রিশ পারসেন্ট এবার এই ভোট থেকে একদুই পার্সেন্ট কমবে। অনেকের অনেক প্রকার সার্থ রক্ষা হয়নি যা ভোট না দিয়ে আম্বাদের বিপদে ফেলতে চাইবে। বাকী উনত্রিশ র্পাসেন্ট ভোটেই কে পরবর্তী সরকার পরিচলনা করবে তা নিশ্চিত করবে।

এই দিক দিয়ে বিচার ও বিশ্লেষন করলে উন্নয়নের যে ধারা বর্তমানে দেশে অব্যাহত রয়েছে, সেটাই আম্বাদের নিদৃষ্ট লক্ষে পৌছে দিতে যথেষ্ট। ষ্ট্রেটেজি নম্বর ফোর। রাখে আল্লাহ মারে কে? বিডিআর হত্যাকান্ড, পদ্মা সেতু, টাইমসে বেজির চিঠি, জামাত ও হেফাজতের চরম বাড়াবাড়িতে সরকার তধা পুলিশ বাহিনীর ধর্য্য এই সবই আম্বাদের পক্ষে জনর্মথন বাড়িয়েছে। বিএনপির অবস্থা এখন ছাল নাই কুত্তার বাঘা বাঘা নাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.