আমাদের কথা খুঁজে নিন

   

শেকল ছেড়ার গান

বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!

শেকল ছেড়ার ডাক নিয়ে আমি প্রাণ ভরে আজ গান করি, তাই দম্ভে ভরা মান গড়ি, মেঘ হয়ে ঐ নীল আকাশের সূর্যটাকে ম্লান করি। আজ লক্ষ বাধাঁ ঘরছাড়া হয় অন্তরে, তাই আয় বেরিয়ে আয়রে তোরা সীমাহীন এই প্রান্তরে। তোরা মুক্ত হয়ে গান গেয়ে যা প্রাণ ভরে, সব ছেড়ে আজ কর রে বিকল নিয়ম নীতির যন্ত্ররে। আজ সকল বাঁধন,সকল বাধাঁ আয় ঠেলে সকল দেয়াল,সব ভেদাভেদ যাস ভুলে কুসংস্কার আর বন্দীজাল সব দিস ফেলে ওরে দেখবি কত মরণজয়ী তোর দলে আয় বেরিয়ে ঘর ছেড়ে তাই মুক্তিকামী সব ছেলে। পিছুটান সব পেছনে রেখে আয় ছুটে, মরিস নে তুই আধাঁর মাঝে মাথা কুটে আলোয় ভরা সূর্য যে ভাই রোজ উঠে তোরই তরে সব বাগানে ফুল ফোটে তাই ভাল ছেলের মুখোশ খুলে বিশ্বটাকে নে লুটে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।