আমাদের কথা খুঁজে নিন

   

শেকল পড়ার ছল

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ইউ হ্যাভ বুলস আই! সেটা আর নতুন কি? যখন দেখবো তখন সব কিছু দেখবো। আমার সৌন্দর্য্যের কিছু বাকী আছে দেখা? অধরা চিরদিনই রোমাঞ্চিত করে। একবার ছুঁয়ে দেখো আমার আঙুল, হাতের নাগালে পেয়ে যাবে সিংহ! হা হা হা, ছিড়ে কুটে খাবে নাকি! না, এখন আর সম্ভব নয়! আমি ছিড়ে ফেলবো আমার আস্ফালন, দম্ভ আর আভিজাত্য! বাহ বাহ! নিজেকে নিয়ে বড় ব্যস্ত ছিলে। এখন তড়পাও। তোমার হাতে কি? শেকল।

এখন থেকে ভেবেছি, তোমার কাছে এলে হাতের পায়ে বেড়ি পড়াবো। তোমাকে ছুঁইতে চাই না! ভয় পাও? ভয় পাই না। তোমাকে গ্লানিতে ডুবাতে চাই না। গ্লানি? তুমি যদি কখনও আমার স্পর্শের পেছনে দুরভিসন্ধী খুঁজে পাও! এই বুঝলে? এটা বুঝি নাই। তারপরেও আমি শৃংখলিত।

মানে? তুমি নিজেকে চেন না। আমি তোমাকে চিনি। তোমার চেয়ে বেশী। বড় চিনেছো দেখছি! এখন কি চাই বলো তো? তুমি আমার শেকল খোলা দেখতে চাও। হা হা হা, কচু বুঝেছো! মানে? আমি চাই তুমি আমার হাতে শেকল পড়াও!



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।