আমাদের কথা খুঁজে নিন

   

আবারও কষ্টকাব্য (১৬+ হতে পারে )

পড়তে ভাল লাগে। চেয়েছিলাম, তোমার সাথে সমুদ্রে যাবো লোনা পানির উত্তাল ঢেউয়ে ভাসবো দুজন! লবন পানি সহ্য হয়না বলেই কি চলে গেলে? হায়,যদি জানতাম! কখনো মুখে আনতাম না সাগরের কথা। বলেছিলাম, বৃষ্টিতে একাকী কদম গাছের পাশে ভালোবেসে হাত ধরে চুপচাপ ভিজবো দুজন! বৃষ্টির পানিতে ঠান্ডা লাগবে বলেই কি চলে গেলে? জানলে, ওই কুকথা কখনো ভুলে মনেও উঠতো না। আমি পাহাড় দেখতে চেয়েছি, সবুজ পাহাড়ের নির্জনতায় আবেগে হারিয়ে যেতাম দুজন। তুমি উচ্চতায় ভয় পাও বলেই কি চলে গেলে? ইস, এই অভাগিনী কেন জানতো না তোমার ভীতির কথা! বলতাম, তোমার ঐ তপ্ত ঠোঁটে আঁকবো গভীর চুম্বন। জীবনে প্রথমবারের মত ভালোলাগায় অস্থির হবো দুজন! চুমুর জীবানুতে ভয় ছিল বলেই কি চলে গেলে? জানলে, কখনো চাইতাম না তোমার ঠোঁটের স্পর্শ। চেয়েছিলাম, গভীর রাতে তোমায় আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে, বুকের ঠিক মধ্যিখানে যেয়ে আরামে ঘুমাতাম দুজন! জড়িয়ে ধরলে দম বন্ধ হয়ে আসে বলেই কি চলে গেলে? জানো, একথা আগে জানলে দু-হাত দূরত্বে ঘুমাতাম আমি! ভালোবাসার তো কোন কমতি ছিলো না উথালপাতাল ভালোবাসতাম দুজন দুজনকেই! ভালোবাসার কমতি ছিলোনা বলেই কি চলে গেলে? জানলে, কখনো এই পোড়ামুখি ভালোবাসার কথা আনতো না মুখে!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.