আমাদের কথা খুঁজে নিন

   

পুতিন কি রাশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন ??

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেংগে যাবার পর পুরো ৯০ এর দশক রাশিয়ার জন্য চরম দুর্দশা বয়ে আনে । বরিস ইয়েলেতসিন দুর্বল শাসনে একদা প্রবল পরাক্রমশালী রাস্ট্রটি পূর্বের অবস্থার কঙ্কালে পরিণত হয় ** বেকারত্ব অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় ** মুদ্রাস্ফীতি সব রেকর্ড অতিক্রম হারায় ** চেচেন গেরিলাদের কাছে রুশ সেনাবাহিনী দারুন ভাবে মার খায় । ** আন্তর্জাতিক অংগনে রাশিয়া তার গুরুত্ব হারায় ** বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনি , একটু দুর্বল বাহিনীতে পরিণত হয় । ** রাশিয়া অর্থনৈতিক সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে পড়ে এ মিলেনিয়ামের শুরুতে ভ্লাদিমির পুতিন দায়িত্ব নেয়ার পর অবস্থার পরিবর্তন হতে থাকে । বিপুল পেট্রোলিয়াম সম্পদ আর অস্ত্র ব্যবসা চাংগা করে পুতিন প্রাথমিক ভাবে রুশ বিপর্যয় কাটিয়ে উঠার ইংগিত দেন ।

২০০৪ সালের পর পুতিন স্পষ্ট করে দেন যে রাশিয়া আবার পরাশক্তি হতে আগ্রহী। সামরিক বাহিনীকে আবার সুসজ্জিত করে তুলেন । মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেন । ইরান প্রশ্নে , রাশিয়া ইরানের প্রধান মিত্র হিসেবে আত্মপ্রকাশ করে । মার্কিন নীতিগুলোর তিনি কঠোর সমালোচক হয়ে উঠেন ।

চীনের সাথে রাশিয়ার সম্পর্কের ব্যাপক উন্নয়ন ঘটিয়ে তিনি মার্কিনীদের মাথা ব্যথার কারণ হয়ে দাড়ান । প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ হবার কাছাকাছি এসে রাশিয়া নতুন প্রশ্নের মুখোমুখি দাড়িয়ে যায় । রুশ সংবিধান পরপর দু'বারের বেশি কাউকে প্রেসিডেন্ট হওয়া অনুমোদন করে না । বিগত ৮ বছরে রাশিয়ায় কোন নেতাই পুতিনের স্থান নেবার জন্য যোগ্য হয়ে উঠেননি । এমনকি কারা পুতিনের উত্তরসুরী হতে পারেন সে বিষয়ে সারা বিশ্বে তো বটেই , রুশদের মধ্যেও কোন ধারণা ছিল না ।

ক্যারিশমাটিক এই সাবেক কেজিবি প্রধানের স্থানটিতে নেতৃত্ব শূন্যতার আভাস দিতে থাকেন পর্যবেক্ষকরা । এর মাঝে বেশ কিছু ধারণা করা হয় : ১। তৃতীয়বারের মত প্রেসিডেন্ট হতে পুতিন সংবিধান সংশোধনের উদ্যোগ নেবেন । ২। কাউকে ক্ষমতা হস্তান্তর করলেও , পর্দার অন্তরালে পুতিনই থাকবেন ।

সংবিধান সংশোধনের ব্যপারটি পুতিন নাকচ করে দেন , তবে আভাস দেন তিনি ২০১২ সালে আবার ক্রেমলিনে ফিরে আসবেন । স্পষ্ট করে দেন তিনি ক্ষমতার কেন্দ্রে থাকতে চান । এর মাঝে অস্পষ্ট ঘোষণা আসে তিনি পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন । ক্রেমলিন ত্যাগের পর তিনি প্রধানমন্ত্রি হবেন , এমনটাও শোনা যেতে থাকে । রয়টার্স আজ জানাচ্ছে , প্রধানমন্ত্রী হওয়াকে পুতিন খুবই বাস্তব সম্মত বলে আখ্যা দিয়েছেন ।

রাশিয়ার নীতি নির্ধারনী ক্ষমতার সিংহ ভাগ প্রেসিডেন্ট নিয়ন্ত্রন করেন , কিন্তু পুতিন প্রধানমন্ত্রী হলে স্পষ্টতই প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার নিয়ন্ত্রক হয়ে উঠবেন । পুতিনের এ সিদ্ধান্ত পশ্চিমা দেশগুলোর কপালে নিঃসন্দেহে বড় ভাজ ফেলে দেবে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.