আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে হাতিরঝিল....

সকল অনিয়মের বিরুদ্ধে... কয়েকদিন ধরে শহরবাসীর প্রিয় একটি ভ্রমণস্থলের নাম "হাতিরঝিল। " এই হাতিরঝিল ব্রিজ দেখার জন্য ঢাকার বাইরে থেকে লোকজনও আসছেন। রাতের বেলা লাল নীল আলো জ্বলে, আলোকিত একটি ব্রিজ এই হাতিরঝিল ব্রিজ। কিন্তু ব্রিজে আলো জ্বললেও গাজীপুর থেকে মালিবাগগামী রাস্তায় কোন আলোর নিশানা নেই। শুধুই অন্ধকার..."জ্যাম" এর অন্ধকার।

জ্যাম আগেও ছিল। কিন্তু এই ব্রিজ হওয়ার পর থেকে এই জ্যাম চরম আকার ধারণ করেছে। গাজীপুর থেকে শান্তিনগর আসতে পাক্কা ৫ ঘন্টা সময় লাগলো। তাও হয়তো আসা হত না, যদি সাতরাস্তা নেমে ওখান থেকে হেঁটে বাসায় না আসতাম। রাস্তা দিয়ে ক্লান্ত আমি হেঁটে যাই, চোখে পড়ে হাতিরঝিল ব্রিজ।

লাল নীল আলো। ব্রিজ দেখার জন্য মানুষের ঢল। অথচ যে জন্য এই ব্রিজ টা বানানো, অন্তহীন যানজট নিরসন, তার কোন লক্ষণ আমার চোখে পড়ে না। জিনিসটাকে "শিশুপার্ক" ছাড়া আর কিছু মনে করতে পারছি না বলে দুঃখিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.