আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম - ৭৩



'দোষী জানিল না কি দোষ তার বিচার হইয়া গেল'- এ বাক্যটির প্রয়োগ 'পর্যবসিত' শব্দের ব্যাপারে খাটতে পারে। কারণ পর্যবসিত শব্দের মূল অর্থ সমাপ্ত। এই অর্থেই একদিন শব্দটির ব্যবহারও ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার 'বেতাল পঞ্চবিংশতি'তে লিখেছেন: 'দুই বৎসরের অনধিক কাল মধ্যেই প্রথম মুদ্রিত সমস্ত পুস্তক নি:শেষরূপে পর্যবসিত হয়। ' তিনি সংস্কৃত ভাষায় রচিত তার 'উত্তর-চরিত' গ্রন্থেও পর্যবসিত শব্দটিকে একই অর্থে ব্যবহার করেছেন : 'পর্য্যবসিতং জীবিতপ্রয়োজনং রামস্য' --- আমার জীবিত প্রয়োজন পর্যবসিত হইয়াছে।

মানে শেষ হয়েছে। কিন্তু পর্যবসিত শব্দের কপাল খারাপ। এটির অর্থের দারুণ অবনতি ঘটে। শব্দটি এখন নিজেই জানে না তার আভিধানিক অর্থ কেন যে 'রূপান্তরিত আর পরিণতি' নামক তোরঙ্গে ঢুকে গেলো। তাও আবার তুচ্ছার্থে।

সৈয়দ মুজতবা আলী তার 'বড় বাবু' গল্পে লিখেছেন: 'বৃন্দাবনের শ্রীকৃষ্ণকে গীতার শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন করে ফেললে বৃন্দাবন-লীলা মানবিক প্রেমে পর্যবসিত হয়। ' অভিধান বিশারদ সুভাষ ভট্টাচার্য পর্যবসিত শব্দের সংজ্ঞা দিয়েছেন এভাবে: 'কোনো নীতি, আদর্শ ইত্যাদি যখন রূপান্তরের দ্বারা বিকৃত হয়, তখনই তাকে পর্যবসিত বলা হয়। ' পর্যবসিত শব্দ বিশেষণ। এ শব্দের বিশেষ্য হচ্ছে 'পর্যাবসান'। পরি+ অবসান = পর্যাবসান।

চৈতন্যচরিত্রামৃতে লেখা হয়েছে : 'গোপিকার সুখ কৃষ্ণসুখে পর্যাবসান'। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।