আমাদের কথা খুঁজে নিন

   

শৈল্পিক বৈভব

/

অনেক লোক মুক্তমঞ্চে অধীর রোমান্টিক দৃশ্যায়নে সভ্যরা ভব্যতায় শামিল নগ্ন উরু মুক্ত নাভীয় উষ্নতায় শিষ কাটা ঠোটের দু'ভাঁজেই রয়ে যাচ্ছে দেখি! তোমার বাম হাত চুলের নিচ থেকে খোঁজে উন্মুক্ত গলা দু' আঙুলের কর ইলিবিলি কাটে পিঠে মেরুদন্ড বেয়ে সোজা নামে শিহরণ জানু পর্যন্ত দু'পায়ে ঠেক দেই শরীরের কাঁপুনি, হা মরণ! গেরো থেকে বেরিয়ে পরা দু'একটা স্বাধীন চুল তুমি নাড়িয়ে দিতে দিতে আঙুল কপোলের পাশে যেন একটা পিঁপড়া আলতো করে হেটে আসে কপাল নাক বায়, তারপর! আমার আঠারো বছরের ঠোঁট ! শুষ্ক ঠোটে তখন দেবতাদের চোখ উদয়নের নাচ বাক নেয় ডানে বামে অস্হির উদোম নি:সংকোচ তোমার তর্জনি গর্জন ফলায় অধরের ফাঁকে অগত্যা কি করা! গ্রাস করে নেয় তারে লাল জিভে। দাঁত কামড়ে ধরি। এ যেন মঞ্চ নয়, স্বপ্নবাসর আঙ্গুলের সাথে মুখগহবরের জোড়ালো মৈথুন নতুন উদ্যমে গাল ঘেঁষে থাকা কর্ণমূলে আস্তে করে খাঁজ খোঁজে ; আমি তপ্ত অধীর । অনেক অসভ্যতা হল বুঝি ! মুহূর্তে ভুলে যাই পাক খাই থেকে থেকে বিস্ফরিত আগ্নেয়গিরি অদ্ভুত আনন্দে বিস্মিত হতে থাকি নগ্নতা নয় যেন, তোমার বৈভব শৈলী ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.