আমাদের কথা খুঁজে নিন

   

নিয়মের মুখোশে লুকিয়ে থাকা

মানুষ তার আশার সমান বড়...

এলোমেলো ষোলগুটি, তার সীমানা পেরিয়েই গল্প লেখা, আমাদের ভুলে ভরা নাজুক ভালোবাসা! অথচ, একদিন সেই নাজুক ঢেউ এসেই আমাদের চোখে মুখে ঝাপটা মেরে ভিরু বুকে শিহরণ জাগায়, ফের, ঠোঁট ছুঁয়ে আসা স্যাঁতস্যাঁতে অনুভূতি আমাদের এলোমেলো করে! চোখের ভাষায়, হাতের ইশারায়, আনকোরা সব অনুভূতি। কতো কিছুতে সাহসী হই! কতো কিছু নতুন করে করতে ভালো লাগে !কতো কিছু নতুন করে দেখতে ভালো লাগে... বৃষ্টি, মাটি, আকাশ, মেঘ, নদী, সবুজ, চোখ, কান, নখ, বুক, চুলের গন্ধ, খিলখিল হাসি, ওরনা! খুঁটিয়ে খুঁটিয়ে কবিতা লেখা, জড়ো হওয়া আড্ডায় নয়া সব গল্পের হিষ্ট্রি... মনের মানুষ নিয়ে টানা টানি, মারপিট..., ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে 'আই লাভ ইউ দোসত' বলেই বুকে জড়িয়ে শৈশোবকে বুকের সাথে মিশিয়ে ফেলা। আমরা প্রতিদিন যৌবনকে ঘুর্ণি দিযে বাতাসে ওড়াই, এভাবেই, শতরঙে। লাজুক দৃষ্টি আমাদের হায়না হয়। কার বুক কত ছোট-বড়, কে কত লম্বু-খাটো, কে বিহারী, কে বাঙালী, কে ঘটিবাটি... আইডিয়ার গজ ফিঁতা দিয়ে আমরা মেপে চলি, অনুভূতি। বালিশ চাপা দিয়ে কান গরম করি, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত আমরা বিভোর থাকি নয়া সব স্বপ্নের পালকে শুয়ে বসে। বৃষ্টি ভেজা মাটির সোদা গন্ধের মতন ওম ওম যৌবন আমাদের। দৃষ্টিতে ভরে থাকে নতুন জীবনের গন্ধ। বদলে যায় আমাদের কথা, উঠা বসা, হাঁটা চলা, চোখের ভাষা, প্রতিশ্রুতি, হাতের পর হাত রাখা, নিয়মের মুখোশে লুকিয়ে থাকা আমাদের ... বহুরঙি ভালোবাসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.