আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম - ৩৭



বাংলা ভাষায় ব্যবহৃত 'শিরোপা' শব্দটিকে এখন আর মূল অর্থে ব্যবহারের সুযোগ নেই। শব্দটি অবশ্য বাংলা নয়, ফারসি। ফারসি 'সরাপা' থেকে বাংলায় শিরোপা শব্দটি এসেছে। ফারসি ভাষায় 'সরাপা 'বা শিরোপা বলতে রাজার দেয়া মাথা থেকে পা পর্যন্ত বিস্তৃত শানদার পোশাক। কিন্তু বাংলায় ঢোকার পর শব্দটির অর্থের সম্প্রসারণ ঘটেছে।

বাংলায় শিরোপা বলতে সম্মান, পুরস্কার ও খেতাব বোঝাতো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখায় খেয়াল করুন : 'এমন জরুরী খবর দিলে শিরোপা পাইব'। এখানে শিরোপা মানে পুরস্কার বা পারিতোষিক। কিন্তু এখন শিরোপার অর্থের আরো বিস্তার ঘটেছে। এখন শিরোপা বলতে মূলত বিভিন্ন ইভেন্টে সেরা কাব বা দেশের চ্যাম্পিয়নশিপের লড়াই বোঝানো হয়।

অবশ্য দুর্নীতিতে আমাদের দেশ হ্যাটট্রিক শিরোপা জিতেছিল। এটা আবার দোসরা কিসিমের শিরোপা। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।