আমাদের কথা খুঁজে নিন

   

মুহাম্মদ (স.)-ত্রর কিছু বানী। ( আজ পবিত্র সবে-বরাত )



১: বেহেশত কি? হযরত মুহাম্মদ (স.)বললেন,ত্রটা ত্রমন কিছু যা কোন চক্ষু দর্শন করেনি। ত্রমনকি মানুষের চিন্তাতেও কখনো উদ্ভাসিত হয়নি। ২: আল্লাহ বল্লেন, আমি ত্রক গোপন ঐশ্বর্য ছিলাম। আমার সাধ হল ব্যক্ত হবার। তাই আমি মানুষ সৃষ্টি করলাম।

৩: দুনিয়ার সাথে আমার অবস্হা ত্রকজন অশ্বারোহির মত, যে ত্রকটি গাছের ছায়াতলে ত্রসে দাঁড়ায়, তারপর চলে যায় । ৪: ত্রকজন গুনবতী স্ত্রী ত্রকজন পুরুষের শ্রেষ্ট সম্পদ। ৫:: সে আমার অনুসারি নয়,বরং অন্তরে বিরুদ্বচারি,যে কথা বললে মিথ্যা বলে,অংগীকার করলে তা ভংগ করে ত্রবং যখন কোন দায়িত্ব অর্পণ করা হয়, তা পালনে বিশ্বাস ঘাতকতা করে। ৬: মানুষের মধ্যে তিনিই উওম,যার দ্বারা মানব জাতির কল্যাণ সাধিত হয় । ৭: সবচেয়ে বড় অপরাধগুলো হল, কাউকে আল্লাহর সাথে শরিক করা, পিতা মাতাকে হয়রানি করা, নরহত্যা ,আত্যহত্যা ত্রবং মিথ্যা অংগীকার করা।

৮: দোজখ আছে আনন্দের আবরণে আর বেহেশত আছে কষ্ট ও দুর্দশার আবরণে। ৯: ত্রই দুনিয়া বিশ্বাসীর জন্য জেলখানা, কিন্তু অবিশ্বাসির জন্য বেহেশত। ১০: যে নারী কারন ছাড়া তার স্বামীর কাছ থেকে বিবাহ-বিচ্ছেদ চায়,তার জন্য বেহেশতের সুগর্ন্বি হারাম। ১১: ধর্ম হল সতর্কবাণী, ত্রর অর্থ হল পবিত্র হওয়া। (আগামীকাল পবিত্র সবেবরাত আসুন সবাই নিজের ও দেশের জন্য দোয়া করি)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।