আমাদের কথা খুঁজে নিন

   

উদ্বিগ্ন সাকিব ও তামিম: দাম কমান !!

বিপিএলে দর্শক এখন চিন্তার কারণ। টি-২০ এই টুর্নামেন্ট দর্শক আকৃষ্ট করছে না। এনিয়ে চিন্তিত ক্রিকেটাররাও। দুরন্ত রাজশাহীর ওপেনার তামিম ইকবাল এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অলরাউন্ডার সাকিব আল হাসানও মনে করেন দর্শক মাঠ মুখো না হলে দিন শেষে কোন মূল্যাই থাকবে না বিপিএল টুর্নামেন্টের। তামিম ইকবাল দর্শকদের বিষয়টি নিয়ে বিসিবিকে ভাবার অনুরোধও করেছেন।

তিনি বলেছেন, দর্শক হচ্ছে না এটা অনেক হতাশার একটা বিষয়। আমি ব্যক্তিগতভাবে যখন বাইরে খেলতে যাই তখন একটা জিনিসই বলি, ৩০ হাজার মানুষের সামনে খেলি। সেটাই কিন্তু গর্ব নিয়ে বলতাম। এবার দর্শক না হওয়ার কারণ যদি টিকিটের দামের জন্য হয়ে থাকে, তাহলে আমার মনে হয় বোর্ডের এটা আসলেই সিরিয়াসলি চিন্তা করা উচিত। যদি কেউ না আসে তাহলে লাভ হচ্ছে না, টাকা তো পাচ্ছে না।

যদি পাঁচ টাকা দিয়ে ১০০ জন আনা যায়, তাহলে ৫০০ টাকা পাচ্ছে। নিশ্চিই এর একটা কারণ আছে। আমি নিশ্চিত উনারাও এটা নিয়ে ভাবছেন। কারণ খালি গ্যালারি দেখতে তারাও খুশি হবেন না। বিপিএল আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা এখন পর্যন্ত কেউ মূল্যায়ন করছে না।

বিপিএলে দর্শক হলে এই টুর্নামেন্টটা অনেকদিন টিকে থাকবে। তামিমের বিশ্বাস, পাকিস্তানি ক্রিকেটার না আসুক। কোনো বিদেশি খেলোয়াড় না আসুক। তারপরেও লোকাল খেলোয়াড়রা যদি ৩০ হাজার মানুষের সামনে খেলে তাহলেও বিপিএল হিট। আপনি ক্রিস গেইল, শচীন টেন্ডুলকারকে নিয়ে আসুন।

যদি মানুষ না আসে তাহলে ফ্লপ টুর্নামেন্ট। আমার কাছে মনে হয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এদিকে সাকিবও দর্শক নিয়ে অভিমত প্রকাশ করেছেন। তিনি বলেন, ধরেন আমি বিরিয়ানী খেয়েছি হোটেলে ২৭০ টাকায়। টিকিটের দাম ২০০ টাকা।

মানুষের জন্য কঠিন হয়ে যাবে। কথার কথা ৫০-১০০ টাকা যদি টিকিট হতো, তাহলে মানুষ আরও বেশি আসতো। যারা ছাত্র তারা তিন চারজন একসঙ্গে খেলা দেখার চিন্তা করতো যে, ৫০ টাকা টিকিট খেলা দেখে আসি। ওই জিনিসটা চিন্তা করতে হবে। দর্শক যদি বেশি হয় আমার মনে হয় না লস হবে কারও।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.