আমাদের কথা খুঁজে নিন

   

উদ্বিগ্ন কাক এবং নীল আকাশ

আমার ছাদে বৃষ্টি ছিল,তোমার ছাদে ক্রোধ, বৃষ্টি তোমার খুব পছন্দ, আমার কিন্তু রোদ

হাসতে হাসতে কেউ হয়ত বলবে, "কোমো আন বুরো" অথচ স্প্যানিশ এর মাথামুন্ডু কিছুই বুঝিনা আমি । কে কি বলল বা বলতে চাইলো তাতে বিশেষ কিছু যায় আসে না আমার। দুর্বোধ্য শব্দ আমি বুঝিও কম। তা সত্ত্বেও বিধ্বস্ত অক্টোপাসের ভাওতাবাজি আমি বুঝি। ।

কিন্তু কি হবে আর এক গামলা ঠাট্টা পেলে যদিও পলিনমিয়ালে চেপে সেটা হতে পারে আরো অনেক অনেক বিস্তৃত। নীল ইন্টার্নাল গর্জন সত্ত্বেও দিতে পারি না সশব্দে কষে একটা চড়। মাঝে মাঝে তীব্র আত্মচিৎকারেও ভয় পাওয়া উচিত নয়। খাট্টামাট্টা হয়ে আসা মেজাজ তাই বিগড়ে যেতে দেই না অবার অব্যাহত ভাবে সেটা ঠিক রাখাও সম্ভব না তবুও নিস্তব্ধতার সাথে একটা অদ্ভুত মিল শুরু হয় অতিপ্রাকৃত এক লেক্সিকাল অ্যানালাইসিস । এক মুঠো আশায় চেপে, দেখতে চাই নীল আকাশ কিম্বা অবিশ্বাস্যভাবে তারও কোন গুণিতক কিন্তু চতুর্মাত্রিক জগতের দ্বিঘাত সমীকরণ বোধহয় অতোটা সহজ নয়।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.