আমাদের কথা খুঁজে নিন

   

উদ্বিগ্ন হলে বেশি কাজ করে মেয়েদের মস্তিস্ক

ভালো থেকো বন্ধুরা বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন, উদ্বিগ্ন হলে বা মানসিক দুশ্চিন্তায় থাকলে ছেলেদের তুলনায় বেশি কাজ করে মেয়েদের মস্তিস্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটির বিজ্ঞানীদের নতুন এই আবিষ্কার ‘অ্যাংজাইটি ডিসঅর্ডার’-এর মতো মানসিক রোগের চিকিৎসার পথ অনেক সহজ করে দেবে বলেই মনে করছেন তারা। খবর সাইন্স ডেইলির। এই গবেষণায় বিশ্ববিদ্যালয়টির তরুণ-তরুণীরা অংশ নেন। এজন্য খুব ছোট একটি পরীক্ষা দিতে হয়েছে তাদের। এ সময় ইলেকট্রোড ক্যাপ লাগিয়ে পরিমাপ করা হয় তাদের মস্তিস্কের ইলেকট্রিক সিগনালগুলো। গবেষণায় বিজ্ঞানীরা আবিষ্কার করেন, দুশ্চিন্তাগ্রস্ত মেয়েরা কোনো ভুল করা মাত্র বেড়ে গেছে তাদের মস্তিস্কের ইলেকট্রনিক সিগনাল আদান-প্রদান। মানসিক দুশ্চিন্তায় থাকা ছেলেদের তুলনায় এর পরিমাণ ছিল বেশি। মিশিগান ইউনিভার্সিটির ওই গবেষকদের দলনেতা জেসন মোসের এ ব্যাপারে বলেন, ‘ছেলেদের তুলনায় মেয়েরাই কেন অ্যাংজাাইটি ডিসঅর্ডারে বেশি ভোগে এই প্রশ্ন সমাধানে সাহায্য করবে এই আবিষ্কার।’  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.