আমাদের কথা খুঁজে নিন

   

সবুজ বাংলাদেশ: অপরুপ আমার জন্মভুমি



বাংলাদেশ! আমার জন্মভুমি! এদেশের কোন এক সবুজ গ্রামে আমার জন্ম। সেজন্যই হয়তো সবুজ প্রকৃতির সংঙ্গে এত সখ্যতা। আমার গ্রামের পাশে বয়েচলা আঁকাবাঁকা নদী, মেঠো পথ, সারি সারি সুপারি গাছ, খালাদের পুকুর পারে বড় বড় নারকেল গাছের সারি, থোকা থোকা নারিকেল, পুকুরের নীল জল, পাশের ধানক্ষেত, মাঠে উন্মক্ত গরুর পাল, রাখালের বাঁশি, গ্রামের সহজ সরল মেয়ের কোমর দোলানো চলাফেরা, পাখির কলকাকলী, ইতর ছেলেদের ঘুড়ি ওড়ানো, রাস্তায় বাড়ি ফেরা কোন স্কুলছাত্রীর সাথে ওদের মুচকি হাসি, বাশবাগন, ছোট ছোট কালভার্ট, কাঠাঁলগাছে ঝুলে থাকা বড় বড় কাঠাল, পুকুরপাড়ে নারিকেল গাছের নীচে দুপুর বেলায় টং এ বসে থাকা ইত্যাদি আমার মন কাড়ে, আমার হৃদয় স্পর্শ করে যায়, মেনে দোলা দিয়ে যায়। বাংলার এমন অপরুপ দৃশ্য বর্ণনা কেরেছেন অনেক বিখ্যাত কবি, সাহিত্যিক ও গুনীজনেরা । তারা উপলব্ধী করেছেন এমন প্রকৃতি আর কোথাও হয় না।

সত্যিই তাই। আমার দেশে আছে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। এটা আর এক অপার সৌন্দর্যের লীলভূমি। সামনে বিশাল সমুদ্রের জলরাশি, পাশে পাহাড় এর উচ্চ দেয়াল, রাস্তায় চাদের গাড়ি, বালুকাময় সৈকত সব যেন এক মনমুগ্ধকর অবস্থা। সমুদ্র সৈকতে যুবক যুবতীর গোসল, স্পিডবোট, প্রেমিক যুগলের বসে থাকা সবই যেন এক নৈস্বর্গিক ব্যাপার।

এমন দেশ আর কোথায় আছে বলুনতো? আমরা জানি পাক হানাদার বাহিনির কাছথেকে বহু মাবোনের ইজ্জতের বিনিময়ে, অনেক ভাই এর রক্তে, অনেক সম্পদহানীর মধ্যে দিয়ে অর্জিত এই বাংলাদেশ। এমন প্রাকৃতিক লীলাভূমি সর্বশক্তিমান বিধাতার করুনা ছাড়া আর কিছুই নয়। আজ আমরা স্বাধীন। আমাদের নিজেদের ভুখন্ড বিদ্যমান। বঙ্গবন্ধু আমাদের যে স্বপ্ন দেখিয়েগেছেন তার বাস্তবায়ন করছে তার সুযোগ্য কন্যা ।

তবে আমাদের দেশের উপর অপশক্তির প্রভাব এখনো বিদ্যমান। আমরা চাই ওরা খুব দ্রুতই ধংস হবে। এত কষ্টের বিনিময়ে স্বাধীনতা আমরা কোন শকুনের হাতে দিতে পারি না!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।