আমাদের কথা খুঁজে নিন

   

সামহ্যোয়ার ইনের বুড়ো (মানসিকতায়) ব্লগারবৃন্দ

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

অনেকবছর আগে সমারসেট মমের একটি ছোট গল্প পড়েছিলাম। এক বুড়োদের আশ্রমে দু বুড়ো ছিল, যারা একজন আরেকজনকে দেখতে পারত না। পরষ্পরের প্রতি তীব্র বিদ্বেষ পোষন করত। মজার ব্যপার তারা ছিল আবার দাবা খেলার পার্টনার। দাবা খেলার তুমুল ঝগড়া ছাড়াও এদের দিন কাটত পরষ্পরের বিরোদ্ধাচরনে।

একদিন হঠাৎ করে এক বুড়ো অসুখে মারা গেল। বুড়োর মৃত্যুর পর অন্য বুড়ো ক্রমশ: বিষন্ন হয়ে পড়ল। এবং একসময় অন্য বুড়োর শোকে এ বুড়োও মৃত্যুবরন করল। সামহ্যোয়ার ইনের কিছু ব্লগারদের আচরন ঐ দুই বুড়োর মতই। তারা পরষ্পরের বিরোদ্ধাচরন করেন অনেকটা সামহ্যোয়ার ইনে বেচে থাকার জন্যই।

তাই অন্যপক্ষের অংশগ্রহন না থাকলে এক পক্ষ হ্য়ত নিষ্ক্রিয় হয়ে পড়বেন। কিন্তু সমস্যটা ঐসব ব্লগারদের নিয়ে যারা নিরপেক্ষভাবে ব্লগিং করাটা উপভোগ করতে চান। একসময় তাদের একটি অংশ একপক্ষকে সমর্থন করা শুরু করেন অনেকটা প্রভাবিত হয়ে। জন্ম, মৃত্যু, নৈতিকতা, আদর্শ ইত্যাদি প্রশ্নে দুনিয়ার বেশিরভাগ মানুষ উত্তর খুজে তার নিজ ধর্মে, তাই ধর্ম একজন মানুষের সবচাইতে সেনসিটিভ ইস্যু বলা চলে। আবার স্বাধিনতা আমাদের জীবনের একটি অত্যন্ত গুরত্বপুর্ন ঘটনা।

এরমধ্যদিয়ে আমরা একটি নিজস্ব পতাকা নিজস্ব বাসভুমি, নিজস্ব জাতিসত্বা খুজে পেয়েছি। তাই এই দুই ইস্যুটাকে কাজে লাগান অনেক ব্লগার সামহ্যোয়ার ইনে তাদের জীবন ষ্পন্দনকে সচল রাখার জন্য। কিছু কিছু ক্ষেত্রে বুঝে না বুঝে সীমা লংঘন করেন ওনারা। নিরীহ গোছের কিছু ব্লগাররা আহত হন এতে। কিছু জঘন্য মানসিকতার ব্লগার আছেন যারা এটি করেন নিশ্চিত হয়েই উদ্দেশ্যপ্রনোদিতভাবে।

এদের প্রতিহত করার সবচাইতে ভাল পন্হা হল এদের পরিহার করা। আর কর্তৃপক্ষ ত আছেনই, সামহ্যোয়ার ইনের স্বার্থেই তাদের খুব একটা সীমালংঘনের সুযোগ দেয়া হবেনা আশাকরি। তবে কিছু সিরিয়াসধর্মী ব্লগার আছেন যারা প্রত্যেকটা ইস্যুতেই গুরুত্বপুর্ন অভিমত রাখেন দায়িত্বশীল হয়েই। তাদেরকে উদ্দেশ যে সৎ তাতে সন্দেহের অবকাশ নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.