আমাদের কথা খুঁজে নিন

   

নারকেল তেল থেকে ডিজেল

আমি কাক নই, আমি মানুষ...

যারা কেশ চর্চার জন্য মাথায় নারকেল মাখেন তাদের জন্য বোধ করি এটা দুঃসংবাদ। নারকেল তেল আর শেষ পর্যন্ত নারকেল তেল থাকছে না। নারকেল তেল থেকে ডিজেল তৈরি করা হচ্ছে। পাপুয়া নিউ গিনিতে বসে জার্মান বিজ্ঞানী ম্যাথিয়াম হোমস নারকেল তেল দিয়ে ডিজেল বানিয়ে ছাড়লেন। পরে তিনি ওই ডিজেল দিয়ে মোটরগাড়ি চালিয়ে আবিষ্কারের যথার্থতা প্রমাণ করেন।

জ্বালানি তেল অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি থেকে একবার ওঠানো হলে তা আর প্রকৃতিতে পুনস্থাপন করা যায় না। তাই এ তেল একদিন শেষ হয়ে যাবে। অথচ আমরা দিনকে দিন প্রকৃতির ওপর নির্ভরশীল হয়ে পড়ছি। এ সময় প্রকৃতিরই আরেক সম্পদ আমাদের আশার আলো দেখালো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।