আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশিয়ার গল্প, পর্ব-১



আমি মালয়েশিয়াতে এসেছি ৭ মাস। উদ্দেশ্য পড়াশুনা। বর্তমানে আমি ইউনিভার্সিটি টেকনোলজী মালয়েশিয়া (ইউটিএম) তে এমবিএ পড়ছি। এটা পাবলিক ভার্সিটি। এর মেইন ক্যাম্পাস জহর বারুতে, তবে কেএল-এ সিটি ক্যাম্পাস আছে।

আমি এখানেই পড়ি। থাকি ৬ বাংলাদেশী ছাত্রের সংগে একটি ফ্লাট ভাড়া করে। তারা বিভিন্ন ভার্সিটিতে পড়ে। তো আমাদের মেইন ক্যাম্পাসে অনার্সে ফরেনার ছাত্র ভর্তি করে এবং কিছু বাংলাদেশী ছাত্রও সেখানে আছে। কিন্তু সিটি ক্যাম্পাসে অনার্স শুধুমাত্র মালয়দের জন্য।

সেখানে ফরেনার নট এলাউ। শুধুমাত্র মাষ্টার্সের জন্য ফরেনাররা এপ্লাই করতে পারে। এখানে এমবিএ ছাড়াও কম্পিউটার সাইন্স, আইটি, বিভিন্ন ইন্জিনিয়ারিং সাবজেক্ট (ম্যাকানিকাল, সিভিল, ক্যামিকাল), ক্যামিষ্ট্রি এবং আরো অন্যান্য সাবজেক্টে মাষ্টার্সে ভর্তি হওয়া যায়। এখানে মাষ্টার্সে ইরানিয়ান, লিবিয়ান, ওমান, প্যালেষ্টাইন, সৌদিআরব, নাইজেরিয়া, গিনি, ইন্দোনেশিয়া, চীন বিভিন্ন দেশের ষ্টুডেন্ট পড়াশুনা করে। বাংলাদেশী হিসাবে একমাত্র আমি সবেধন নীলমনি হয়ে আছি।

সুতরাং ভার্সিটিতে যতক্ষণ থাকি খুব বোর ফিল করি। আমার এমবিএ কোর্স দুই বছরের। তবে এ সময়ে শেষ করতে পারব কিনা জানি না। কোর্স ফী সব মিলিয়ে প্রায় ৩০,০০০ রিংগিত। ১ রিং = ২১ বাং টাকা।

তবে এখানকার পড়াশুনার মান খুব ভাল। ক্যাম্পাসটাও খুব সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার। লাইব্রেরীতে প্রায় সবধরনের বই-ই পাওয়া যায়। ছেলে ও মেয়েদের আলাদা হোস্টেল আছে কিন্তু তা শুধুমাত্র অনার্সের ছাত্রদের জন্য। মাষ্টার্সে ভর্তির যোগ্যতা: অবশ্যই অনার্স পাশ হতে হবে।

আইইএলটিএস মিনিমাম ৫ হলে চলবে তবে এখানে আসার পর ইংলিশ টেষ্ট দিতে হবে। পাশ হলে ভাল, নাহলে ৬ মাসের ইংলিশ কোর্স করতে হবে। কোর্স ফী ১৫০০ রিংগিত। চলবে---------

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.