আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশিয়ার সাধারণ নির্বাচন শুরু

রাজনীতিকে স্বচ্ছ ও বিভিন্ন নৃগোষ্ঠি-ভিত্তিকতা থেকে মুক্ত করার প্রত্যয় নিয়ে সাবেক অর্থমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্ত্বাধীন বিরোধীদলীয় জোট পাকাতান রাকাইয়াত প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে মালয়েশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন বারিসান ন্যাশিওন্যাল (বিএন) জোট পার্লামেন্টে এক-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হারায়। প্রথমবারের মতো উল্লেখযোগ্য আসন পায় বিরোধীদল। সেই সাফল্যকে পুঁজি করে এবার আরো ভালো করার আশা করছে বিরোধীদলীয় জোট। ২০০৮ সালের নির্বাচনেই প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রচলিত নৃগোষ্ঠি-ভিত্তিক রাজনীতিকে প্রত্যাখান করার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

চীনা, ভারতীয় সংখ্যালঘু নৃগোষ্ঠি থেকে শুরু করে সংখ্যাগুরু মালয় নৃগোষ্ঠির ভোটারাও বিএন জোটের নৃগোষ্ঠি-ভিত্তিক রাজনীতি প্রত্যাখান করেছিল। মালয়েশিয়ার স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নৃগোষ্ঠি-ভিত্তিক রাজনৈতিক কৌশল সাফল্য দেখালেও পাশাপাশি আসমতা ও দুর্নীতির পথও খুলে দিয়েছে। সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার আগে থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়ে। ভোট দিতে আসা অনেক ভোটারই এবার প্রথমবারের মতো ভোটার হয়েছেন। নবীন এসব ভোটার জীবনযাপনে ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধি, উচ্চ অপরাধপ্রবণতা এবং ৫৬ বছর ধরে একটানা ক্ষমতায়া থাকা সরকারের দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভোট দিয়ে বেরিয়ে আসা নবীন প্রজন্মের কম্পিউটার ইঞ্জিনিয়ার ওয়ার্দিনা শাফি বলেন, “আমি পরিবর্তন দেখতে চাই, আমার ধারণা বিরোধীদলের ক্ষমতায় আসার ভালো সম্ভবনা আছে। শুধু ভোট জালিয়াতি নিয়ে উদ্বিগ্ন বোধ করছি। ” জোট সরকার ৪০ হাজার ‘ভূঁয়া’ ভোটার নিবন্ধিত করে সরাদেশে ছড়িয়ে দিচ্ছে বলে নির্বাচনী প্রচারণায় শেষ সময়ে আনোয়ার ইব্রাহিমের অভিযোগ উত্তেজনা সৃষ্টি করেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে আনোয়ার উল্লেখিত ভোটার সংখ্যাই হয়ে যেতে পারে ফলাফল নির্ধারণী। বিরোধী নেতার অভিযোগ প্রত্যাখান করে সরকার জানিয়েছে, তারা ভোটারদের নিজ নিজ এলাকায় গিয়ে ভোট প্রয়োগ করার জন্য সহায়তা করছে।

ভোট গ্রহণ বিকেল ৫টায় আনুষ্ঠানিভাবে শেষ হওয়ার কথা রয়েছে। নির্বাচনী কর্মকর্তারা আশা করছেন, পার্লামেন্টের ২শ ২২টি আসন ও রাজ্যগুলোর ৫শ’টি আসনের ফলাফল রাত ৮টা নাগাদ প্রকাশ করা শুরু করতে পারবেন। প্রায় সবগুলো নির্বাচনী জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তবে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন বিএন জোট স্বল্প ব্যবধানে জয়ী হবে বলেই ধারণা করা হচ্ছে, কিন্তু এবার বিরোধী জোটের কাছে আরো বেশি আসন হারাবে তারা।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.