আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশিয়ার সঙ্গেই সুর মেলালো অস্ট্রেলিয়া

মালয়েশিয়ার নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরের প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট।

আজ সোমবার তিনি সাংবাদিকদের কাছে এ ঘোষণা দিয়ে বলেন, সকল তথ্য প্রমাণের ভিত্তিতে বলতে হচ্ছে বিমানটি ভারত মহাসাগরের প্রত্যন্ত এলাকাতেই বিধ্বস্ত হয়েছে।

এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকও একই কথা বলেছিলেন। যদিও নিখোঁজ বিমানের অধিকাংশ স্বজন নাজিব রাজাকের এ ঘোষণার সঙ্গে একমত হতে পারেননি। এমনকি ইতিমধ্যে ওই বিমানে থাকা অনেক চীনা যাত্রীর স্বজন মালয়েশিয়ায় গেছেন এবং তারা নিখোঁজ বিমানের বিষয়ে সঠিক তথ্যের দাবি জানিয়েছেন।

কিন্তু আজ টনি অ্যাবট বললেন, তিনি নাজিব রাজাকের ঘোষণার সঙ্গেই একমত।

পার্থ সামরিক ঘাঁটিতে অ্যাবট আরো বলেন, বিমানটি ভারত মহাসাগরের কোনো এক এলাকায় বিধ্বস্ত হয়েছে। সকল তথ্য প্রমাণ সেকথাই বলে। তিনি বলেন, নাজিব রাজাক বিমানটি সম্পর্কে সঠিক সিদ্ধান্তেই এসেছিলেন।

মালয়েশিয়ার এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ বিমানটি উদ্ধারে আন্তর্জাতিক তল্লাশি অভিযানে অস্ট্রেলিয়া সমন্বয়ের কাজ করছে।

অ্যাবট এই তল্লাশি অভিযানকে ভীষণ কঠিন উল্লেখ করে বলেন, ''আমরা সাগরের বিরাট এলাকা নিয়ে অভিযান চালাচ্ছি। কিন্তু খুব সামান্য তথ্যের ওপর ভিত্তি করে এ অভিযান চালাতে হচ্ছে। ''

তবে অভিযানের ক্ষেত্রে নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিতে তিনি অস্বীকার করেন। তিনি বলেন, ''আমরা তল্লাশি চালিয়ে যাব। অভিযানে ঢিল না দিয়ে বরং আরো জোরদার করা হবে।

'' 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.