আমাদের কথা খুঁজে নিন

   

লেজার প্রিন্টার ফুসফুসের জন্য ক্ষতিকর

© উমায়রা আহমেদ

বিবিসি'র একটি প্রতিবেদন প্রকাশ করেছে আজ 'প্রথম আলো' কম্পিউটর প্রতিদিন বিভাগে। ভয়াবহ সংবাদটি পড়ুন। --- বিভিন্ন অফিস-আদালতে ব্যবহৃত বিপুল পরিমাণ লেজার প্রিন্টার মানব ফুসফুসে সিগারেটের ধোঁয়ার মতো ক্ষতি করতে পারে-সম্প্রতি এ ভয়াবহ তথ্য দিয়েছেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী| বিভিন্ন মডেলের ৬০টিরও বেশি লেজার প্রিন্টারের ওপর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, এর টোনার কার্টিজ থেকে এক-তৃতীয়াংশ কালি বাতাসে মেশে| এই মাত্রা বিপজ্জনক| কুইন্সল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এই গবেষকেরা জানান তাঁদের এই পরীক্ষায় দেখা গেছে, এসব লেজার প্রিন্টার থেকে অতি ক্ষুদ্রাকৃতির কালির কণা নির্গত হয় এবং বাতাসের সঙ্গে মিশে যায়| পরে মানুষের ফুসফুসের ভেতরে ঢুকে শ্বাসপ্রশ্বাসে জটিলতার পাশাপাশি নানারকম ক্রনিক রোগের সৃষ্টি করে| গবেষণায় আরও জানা গেছে, এই সমস্যা প্রকট আকার ধারণ করে যখন প্রিন্টারে নতুন কোনো কার্ট্রিজ ব্যবহার শুরু করা হয় অথবা কোনো প্রিন্টারে যখন উচ্চমানের ছবি ছাপানো হয়| কারণ উচ্চমানের ছবি ছাপাতে তুলনামূলক বেশি পরিমাণ কালি (টোনার) ব্যয় হয়| গবেষকেরা অস্ট্রেলীয় সরকারকে জানিয়েছেন, অফিস-আদালতে বাতাসের মান নিয়ন্ত্রণ করতে ও অফিসগুলোতে প্রচুর বাতাস চলাচল করে এমন স্থানে প্রিন্টার স্থাপন করতে, যেন বাতাসে দ্রুত সময়ে এসব ক্ষতিকর কণা বিলীন হয়ে যায়|

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.