আমাদের কথা খুঁজে নিন

   

এতো দিন পরে তুমি গভীর আধাঁর রাতে......

মিডিয়া

......মোর দ্বারে আজ এলে বন্ধু........ বন্ধু দিবসে আজ নিশ্চই অনেকেই প্রিয় বন্ধুর সাথে এস এম এস কিংবা ভাব বিনিময় করেছেন ? কিন্তু হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে ফিরেছেন কি কেউ? অভিমানে কিংবা কোন অজানা কারনে যে বন্ধুটি আপনাকে ভুলে গেছে, মনের কোনে বার বার যার স্মৃতি আপনাকে পুড়িয়ে মারে, কাঁদায় , খুঁজেছেন কি তাকে? বছর পাঁচেক আগের কথা। আমি মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। সেদিন ছিলো উত্তম কুমারের জন্ম দিন । আমি আর সোহরাব বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শেষে সোহরাবের গোরানের বাসায় যাবার প্ল্যান করে ফেললাম, ডিডি মেট্রো তো উত্তম কুমারের 'বিভাস' ছবিটা দেখবো। বিকাল বেলা ছবিটা একবার দেখে রাত ১:৩০ পর্যন্ত জেগে ছিলাম ছবিটির পুন প্রচার দেখতে, শুধু মাত্র একটি গান দেখার জন্যেই রাত জাগা । এতো দিন পরে তুমি গভীর আঁধার রাতে... আমি আমার সেই বন্ধুটিকে হারিয়ে ফেলেছি...!!! ব্যক্তিত্ব বাঁধা হয়ে দাঁড়িয়েছিলো আমাদের মাঝে। স্নাতক শেষ করে সোহরাব পাড়ি জমায় আমেরিকাতে ,আমি দু'বছর অপেক্ষা করে এম এ শেষ করে লন্ডনে। বন্ধু দিবসে সোহরাবের উদ্দেশ্য এই গানটি উৎসর্গ করলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.