আমাদের কথা খুঁজে নিন

   

চায়নিজ মোবাইল সেট : সস্তায় শখ পূরণ -খন্দকার হাসান শাহরিয়ার

দ্যা আল্টিমেট কাট-পেষ্ট ব্লগ, তবে বিরক্তিকর নয়।

যায়যায়দনি থকেে কাট-পষ্টে এ ফিচারে উল্লেখ করা নামগুলো আপনি কোনো মোবাইল ফোনের বিজ্ঞাপনে পাবেন না। কেউ আপনাকে বলে দেবে না এ সেটগুলো কিনলে আপনি কতোদিনের ওয়ারেন্টি পাবেন, এদের ডিলার কারা অথবা সর্বোচ্চ খুচরা মূল্য কতো। অথচ এ সেটগুলোই এখন বিক্রির শীর্ষ স্থানটি দখল করে আছে। বিশ্বাস না হয় ঘুরে দেখুন ঢাকার মোবাইল মার্কেটগুলো।

কয়েক বছর ধরেই মোবাইল ফোন আর বিলাসিতা নয় বরং যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ছোট বড় সবার হাতেই এখন নানা ব্র্যান্ডের মোবাইল সেট দেখতে পাওয়া যায়। এ কারণেই বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে কম মূল্যে মোবাইল ফোন সেট বিক্রির জন্য চায়না থেকে বর্তমানে আমদানি করা হচ্ছে বিশ্ববিখ্যাত নকিয়া, সনি এরিকসন, সিমেন্সের মতো কম্পানির নামের কাছাকাছি নামে অসংখ্য ওয়ারেন্টিবিহীন মোবাইল সেট। ক্রেতাকে আকৃষ্ট করতে এসব সেটের সঙ্গে দুটো করে ব্যাটারি, চার্জার, হেডফোন, সফটওয়্যার এমনকি ক্ষেত্রবিশেষে অতিরিক্ত মেমোরি কার্ডও দেয়া হচ্ছে। আর রয়েছে সবচেয়ে বড় আকর্ষণ- কম দাম।

হ্যা, চায়নার এ মোবাইল সেটগুলোর দাম অত্যন্ত কম। নকিয়ার ৬৩০০ মডেলের সেটের দাম প্রায় ১৬০০০ টাকা সেখানে একই চেহারার এবং অপশনের চায়নিজ সেট আপনি পাবেন অর্ধেকেরও কম দামে। নানা সুবিধার এসব মোবাইল সেট ব্যবহারকারীদের কাছে বর্তমানে বেশ জনপ্রিয়। ঢাকার বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, নাহার প্লাজা, মোতালিব প্লাজা, ইস্টার্ন মল্লিকা, শেলটেক সিয়েরা এবং রাইফেলস স্কয়ারে অবাধে বিক্রয় হচ্ছে এসব সেট। বর্তমানে চায়নার এ ৭০৬ মডেল ৭,২০০ টাকা, এম ১৮১৮ মডেল ৫,৪০০ টাকা, এম ৬৬০ বি মডেল ৮,৫০০ টাকা, এম ৬০৪ সি মডেল ৬,০০০ টাকা, এন ৭৩ মডেল ৫,৮০০ টাকা, ডাবলিউ ৭৭ সি মডেল ৫,৫০০ টাকা, এন ৮০ মডেল ৭,৪০০ টাকা, এন ৯৯ বি মডেল ৮,৫০০ টাকা, পি ৮ মডেল ৭,১০০ টাকা, এন ৬,৩০০ মডেল ৫,৬০০ টাকা, পি ৯৯৯ মডেল ৭,৫০০ টাকা, ভি ৬৩০ মডেল ৬,০০০ টাকা, ভি ৪০০ মডেল ৪,৮০০ টাকা, ভি ৫৫৫ বি মডেল ৮,০০০ টাকা, এন ৮৮ মডেল ৫,০০০ টাকা, জি ৬৩৮ মডেল ৫,৮০০ টাকা, সিকে ২৬২৮ মডেল ৬,০০০ টাকা, সিকে ৭৫২০ মডেল ৫,৫০০ টাকা, আই ৭১৮ মডেল ৮,২০০ টাকা, জেডজে ৯৯৯ বি মডেল ৮,২০০ টাকা, মটোমিঙ্ক ২৮৮ মডেল ৬,৩০০ টাকা, পিডিএ ইউ ৮৮০০ মডেল ৬,০০০ টাকা, এস ৫০০ বি ১৩০ মডেল ৭,৫০০ টাকা, সিইসিটি ৫,২০০ টাকা, ফ্রিডিভি ৭,৫০০ টাকা, স্মার্ট ৯,০০০ টাকা, ব্লুট্রথ ৯,৫০০ টাকা, স্পিন্থ ৬,২০০ টাকা।

ইউনিটোন ৭,০০০ টাকা, সানটেক ৫,৫০০ টাকা, পোর ফোন ৭,২০০ টাকা এবং এনসিকেএলকে এন ৯৫ সেট ৫,৮০০ টাকায় বাংলাদেশে বিক্রয় হচ্ছে। মোতালিব প্লাজার মোবাইল ফোন বিক্রেতা আরজুর কাছ থেকে জানা গেছে, নিম্নমানের এসব চায়নিজ সেটের যন্ত্রণাংশ এ দেশে সহজলভ্য না হওয়ায় একবার সেটা নষ্ট হলে যেমন ঠিক করা যায় না, তেমনি দু-একটি সেট ক্ষেত্রবিশেষে ঠিক করা গেলেও খরচ লাগে প্রায় পাচ হাজার টাকা। ওয়ারেন্টি না থাকায় সেট কিনে পরে সমস্যা হলে কোনো সহায়তা পাওয়া যায় না এমন অভিযোগও করেছেন চায়নিজ মোবাইল ফোন সেট ক্রেতা মোহাম্মদ আবদুর রউফ রনি। নিম্নমানের চায়নার মোবাইল সেটগুলো বিক্রয় করলে সেট প্রতি দুই থেকে তিন হাজার টাকা লাভ হয়, এ জন্য এসব সেট বিক্রি করছেন বলে জানিয়েছেন বসুন্ধরা সিটির মোবাইল ফোন বিক্রেতা শামীম। চায়নার মোবাইল সেট বাজারে আসায় ক্রেতারা কম দামে কিনছেন বলে বাধ্য হয়েই এসব সেট বিক্রয় করছেন, এমন কথাও বলেছেন বসুন্ধরা সিটির মোবাইল ফোন বিক্রেতা হাবিব।

বর্তমানে ঢাকার মোতালিব প্লাজার রিয়া, জননী, আবীর ইলেকট্রনিক্স ছাড়াও বাইতুল মোকাররম এবং নিউ মার্কেটের বেশকিছু প্রতিষ্ঠান সরাসরি চায়না থেকে মোবাইল সেট আমদানি করে দেশের বাজারে সরবরাহ করছে। বাজার ঘুরে দেখা গেছে এসব ক্যামেরার দাম সাড়ে পাচ হাজার থেকে শুরু করে ১১ হাজার টাকা পর্যন্ত। বিক্রেতারা বলেছেনএসব ফোনের ক্রেতারা মূলত দুই কারণে এসব নন ব্র্যান্ড সেটের দিকে ঝুকছেন। এক. ফোন কারার পাশাপাশি সেটে মিউজিক শুনতে চান বা মুভি দেখতে চান যারা তারা এ ধরনের সেট টছন্দ করেন। অনেকেই হাতের মুঠোয় দরকারি তথ্যাবলী মেমোরি কার্ডে সংরক্ষণ করতে চান, তারাও পছন্দ করেন এমন সেট।

এর সবচেয়ে বড় সুধিা হলো এসব সেটের দাম অনেক কম, ব্র্যান্ডেড সেটের প্রায় এক তৃতীয়াংশ। আর যারা সস্তায় ভাব নিতে চান তারাই মূলত হয়ে উঠেছেন এমন সেটের এক নাম্বার কাস্টমার। বাজারে ননব্র্যান্ড চায়নিজ সেটের কোনো মূল্য তালিকা নেই বলে এর দামও অনেকটা যার কাছ থেকে যতো পাওয়া যায় পর্যায়েই আছে। এ রিপোর্টের তথ্য সংগ্রহকালে অনেক বিক্রেতা বলেছেন, বেশি লাভের কারণে অনেকেই দোকানে এ ধরনের সেট তুলতে বেশি আগ্রহী। এমনকি বছরখানেকের মধ্যে ব্র্যান্ডেড সেট বাজারে দুষ্প্রাপ্য হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেক বিক্রেতা।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.