আমাদের কথা খুঁজে নিন

   

সামাজিক কোষ্ঠকাঠিন্য

একটা জোকস বলতে ইচ্ছা করছে অনেক, অতীব কষ্টে জোকস বলতে বসছি। আমাকে যারা চিনে জানে তারা ইতিমধ্যেই বুঝে গেছেন মনের দু:খেই যে আমি জোকস বলতে বসি, জোকসগুলা হয় অতীব কমন ঘটনা নিয়া। "যাই হোক রোশনি ভাবীর মেয়ে রাস্না কোচিং এ গেছে । মডার্ন মায়ের আলট্রা মডার্ন মেয়ে স্বভাবতই শর্ট স্কার্ট পরনে । তো ক্লাসের এক বন্ধু এই ড্রেস দেইখা পুরাই টাশকি।

সে তখন তাকে বলে, রাস্না তুমি যে এইটা পইরা আসছো তোমার আম্মু তোমাকে কিছু বলবে না । রাস্নাও খুব চিন্তিত ভাবে উত্তর দেয়, হুমম আমিও সেটা নিয়া চিন্তা করতাছি , আম্মুর এই নতুন ড্রেসটা আম্মুকে না জানায়ে আমি পইরা আসছি। সমস্যাটা শুরু হইছে এক ভাবীর অভিযোগ শুইনা, বাচ্চা নাকি হিন্দি শিখা ফেলতাছে ডরিমন দেইখা দেইখা , আরে ভাই শিখলে সমস্যাটা কি , আপনি ভালো কইরা বাংলাটা শিখান তাইলে তো ২ টা ভাষা রপ্ত হইয়া গেলো। আর ইংরেজিটা বাপে শিখাইবো নে । আম্মুরা বইসা বইসা কুটনামি দেখবো সমস্যা নাইকা সমস্যাটা তখনই শুরু হয় যখন বাচ্চারা ডোরিমন দেখে ।

বাসায় মেহমান আসলে আম্মুরা বলে বাবা তুমি আংকেল আন্টিকে "ফেভিকল"টা শুনাও তো দেখি ,শুনাইতে পারলে বাচ্চা হেভভী স্মার্ট। আপনারা তো ডরিমন দেখেন নাই তাইলে আপনারা এত্তো ভালো হিন্দি পারেন কেমতে ? সমস্যাটা্ হইলো গিয়া তাদের আর কুটনামি শিখা হইতাছে না পোলাপাইন তো খালি ডরিমন দেখে। আরে পারলে বাচ্চাদের বিনোদনের বিকল্প কিছু দেন , ওগোরে দোষ দিয়েন না। ঠিক বিকাল বেলা যদি কোন বাচ্চাদের দেখি বাসায় বইসা টিভি দেখে তারে জিগাইয়েন কি তুমি খেলতে যাও নাই, আজকাল উত্তর আসে , আমার মোবাইলে চার্জ নাই অথবা উইনডোজ ক্র‌্যাশ করছে । যাইহোক বাকি কথা পরে বলবো নে অনেক ঘটনাই আজকাল চোখে লাগে , বলব আস্তে আস্তে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.