আমাদের কথা খুঁজে নিন

   

সুখের কান্নার নোনা জল

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

অতি সামান্য থেকে শুরু করা আমার অনুভতি যেখানে যাত্রা কেবল বিন্দু থেকে বৃতত মুখী, এইসব প্রাত্যহিক জীবনে নিয়তই স্মৃতিরা সঙ্গী হয় কিছু প্রিয়তা মেঘের ছায়ার মতো ঢেকে দেয় জাগতিক সকল না পাওয়া আর অপুর্ণতাকে। কিছু ভালোলাগা তখন ঘিরে বসে করে- অসমাপ্ত পান্ডুলিপির আয়োজন। অতঃপর কিছু প্রেরণা প্রবেশ করে অনুভুতির দরজায় সুন্দর করে দেয় জাগতিক যাপিত জীবন। আমি কেবলই সে পথে তাকিয়ে সহজ কৃতজ্ঞতার ভাষা খুজে ফিরি, অবশেষে সুখের কান্নার নোনা জল হয় সেই ভাষার একেকটি অমিয় শব্দমালা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।