আমাদের কথা খুঁজে নিন

   

মাকে মনে পড়ে

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

মাকে আমার মনে পড়ে না কিন্তু হঠাত অবসরে মায়ের কথা মনে করে কাদি অগোচরে। গ্রহনলাগা চাদের পানে তাকাই যেই ক্ষণে হঠাত করে মায়ের কথা পড়ে আমার মনে। বাতায়নের পাশে বসে তাকাই যখন ঐ নীলে মা তখন পদ্মফুল আমার মনের বিলে, সবুজ পথের ধারে যখন একলা দেটে যাই বাতাবী লেবুর গন্ধে তখন মায়ের গন্ধ পাই। প্রভাতে অরুণ যখন গায়ে পড়ে নুয়ে- মা তখন আমায় যেন যায় মৃদু ছুয়ে। মাকে আমার মনে পড়ে না কিন্তু হঠাত অবসরে মায়ের কথা মনে করে কাদি অগোচরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।