আমাদের কথা খুঁজে নিন

   

মাকে ভালোবাসুন। মাকে প্রহার করে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে ছেলে - যাযাদির খবর।

অতি সাধারণ একজন, স্বপ্ন দেখি সোনালী দিনের।

মাকে প্রহারের পর এক যুবক তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। জেলার মুলাদী উপজেলার পশ্চিম তেরচর গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ ভিড় করছে ওই বাড়িতে। জানা গেছে, তেরচর গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে শুক্কুর আহমেদ বেপারী তার মায়ের সঙ্গে ১৭ জুন পারিবারিক বিবাদে জড়িয়ে পড়ে।

বিবাদের এক পর্যায়ে ওইদিন সকালে মা রোকেয়া বেগমকে প্রহার করে ছেলে। এতে গুরুতর আহত হয় মমতাময়ী মা। এরপর রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার সময় শুক্কুর টের পায় তার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। বিষয়টি জানা জানি হওয়ার পর থেকে প্রতিদিন শত শত মানুষ ভিড় করতে থাকে ওই বাড়িতে। তথ্যসুত্রঃ http://www.jaijaidin.com/details.php?nid=76310 খবরটি সত্য বা মিথ্যা যাই হোক না কেন? আমাদের সবাই মায়ের ভালোবাসার কথা মনে রাখা উচিত।

সময়ের আবর্তনে ছেলে হাটিহাটি পা পা করে বড় হয়ে যায়, লেখাপড়া শেষ করে কর্ম জীবনে প্রবেশ করে। একসময় তার সংসার হয়, নিজের পরিবার - স্ত্রী, সন্তান, চাকুরী বা ব্যবসা নিয়ে বড় বেশি ব্যস্ত হয়ে যায়। কিন্তু সে ভুলে যায় নিজের মমতাময়ী মায়ের কথা, যে অনেক কষ্টে বুক ভরা ভালোবাসা দিয়ে তাকে ছোট থেকে বড় করেছেন। নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে কোন সমস্যা নেই, কিন্তু বৃদ্ধ বাবা-মাকে আমরা যেন ভুলে না যাই। আমার যে সন্তানকে আমি আদর যত্ন করছি অন্তরের সকল মমতা দিয়ে, কিন্তু ভুলে যাই কেন সেই মা-বাবার কথা, যারা আমাকেও একদিন অনেক আদর যত্নে বড় করেছিলেন।

সবাই ভালো থাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।