আমাদের কথা খুঁজে নিন

   

মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার।

আজ আমার মাকে খুব মনে পড়ছে। গতকাল আমি আমার দুই বন্ধুর সাথে গিয়ে তাদের মায়ের জন্য শাড়ী এবং থ্রীপিস পছন্দ করে দিলাম আর মনে মনে ভাবলাম যদি আজ আমার মা থাকতেন তাহলে তার জন্য আমি কিছু কিনতে পারতাম। তাকেও কিছু দিতে পারতাম। কিন্তু পারলাম না।

অনেক কষ্ট লাগলো। আজ হতে ১৬ বছর আগে আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন। আমি তখন ক্লাস সিক্স এ পড়ি। রেডিও কলোনী মডেল স্কুলে ভর্তি হবার কিছু দিন পরে গ্রামের বাড়ীতে বেড়াতে যাই। সেখানে যাবার পর মা মারা যান।

তাকে কবর দিতে অনেক কষ্ট হয়েছে। তখন অনেক কিছু না বুঝলেও এটা বুঝতে পারছিলাম যে, আমার মা আমাকে আর কোন দিন আদর করবে না, কাছে টেনে নিবে না। মাথায় হাত বুলিয়ে দিবে না। আমি কখনও মা বলে ডাকতে পারবোনা। মায়ের হাতে রান্না আর কখনও খেতে পারবো না।

এই শুন্যতাগুলো কখনও পুরণ হবে না। আজ মনে হচ্ছে যদি আমার মা থাকতেন তাহলে এই মা দিবসটা আমার জন্য অনেক আনন্দের হত। যদিও আজ তা হয়ে গেছে অনেক কষ্টের, অনেক বেদনার, তিনি আর বেচে নেই, আমাদের কাছে নেই। আল্লাহর কাছে প্রার্থণা করি, আল্লাহ যেন আমার মাকে বেহেস্ত নসীব করেন (আমীন)। আমার সংগ্রহে থাকা আমার মায়ের সাথে আমার ছবি।

সবার সাথে শেয়ার জন্য দিনলাম। আজ হতে অনেক বছর আগে, যখন আমার বয়স ১ বছর, আমি আর আমার মা। আমার সামনে অনেক কিছু দেয়া হয়েছিল। কিন্তু আমি আমার মাকে ছাড়া কোন মতেই থাকতে চাইছিলাম না। তখন বাধ্য হয়ে আমার মা আমার সাথে ছিলেন।

আজ আমার মা আমার সাথে নেই। আর কোন দিনও থাকবেন। আমি আমার মাকে অনেক ভালবাসি। তার জন্য অফুরন্ত ভালবারা রইলো। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন (আমীন)।

আমার মা শুধুই আমার। তার একটি স্মৃতি স্বরুপ তার ব্যবহার করা একটি কাশার থালা আমার কাছে আছে। যা আজও আমি অনেক যত্নের সাথে আগলে রেখেছি। যেটা আমি কাউকেই ব্যবহার করতে দেই না। আমি আমার মায়ের আর কোন কিছুই ধরে রাখতে পারিনি।

আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।