আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাঙ্ক একাউন্ট

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

কুয়ো ব্যাঙ সাগরে পড়লে আইঠাই খায়, তেমনি বাংলাদেশ ছেড়ে এসে এই দেশে তেমনি ধরাটা খাইছিলাম। প্রথম ধরা খাইছিলাম proof of address নিয়া। ব্যাঙ্কে একাউন্ট খুলতে, NI নম্বরের (অনেকটা সোশাল সিকিউরিটি নম্বরের মতো) জন্য , GP-র (ডাক্তারের সাথে নিবন্ধিত হতে) জন্য আবেদন করতে এই proof of address চাই। আবার ব্যাঙ্ক একাউন্ট ছাড়া চাকুরীও পাওয়া যাবে না।

হইলো ঠ্যালা! কোনমতে islamic bank of britain বইল্যা একটা ব্যাঙ্ক আছে ওইখানে একটা একাউন্ট খুললাম। তাতেও লাভ হলো না, অনেকেই ওই ব্যাঙ্কের নামও শুনে নাই। তারও কিছুদিন পর এই ব্যাঙ্কের স্টেটমেন্ট নিয়া আর প্রুফ অফ এড্রেস দিয়া hsbc ব্যাঙ্কে একাউন্ট খুললাম। ততদিনে একটা বাসা নিয়ে তার এড্রেস ব্যবহার শুরু করে দিয়েছিলাম। hsbc শালারাও বদের হাড্ডি, স্টুডেন্ট একাউন্ট ধরায় দিয়েছিল, সাথে একটা solo র্কাড।

কামের কাম কিছুই হয় না। কোন ওভার ড্রাফট নাই, র্কাড upgrade করবে না, একাউন্টও upgrade করবে না। প্রায় দেড়বছর হয়ে গেল এই solo র্কাড ব্যবহার করতে করতে। হঠা্ত করে গত সপ্তাহে এক পোলা কইলো Lloyds TSB নাকি এক নতুন পোলারে পাচঁ হাজার পাউন্ট ক্রেডিট লিমিট দিয়েছে। শুনে তো আমার চড়ক গাছ।

কয় কি হালা! পরদিনও ছুটলাম পার্শ্বর্বতী Lloyds TSB র শাখায়, কাগজপত্র দেখে current account এর সবচেয়ে ভাল Premier একাউন্ট অফার করলো আর বলল এই একাউন্ট নিয়ে যাবতীয় সুবিধা পাওয়া যাবে আর সাথে সাথে তিনমাস পর ক্রেডিট র্কাড দিবে। আপাতত পাচঁশত পাউন্ড ওভারড্রাফট আর একদিন সর্বোচ্চ পাচঁশত পাউন্ড withdrawn পাওয়া যাবে। আমি তো যারপরনাই খুশি। নাচতে নাচতে বাড়ি এলাম। আমার কথা শুনে আমার আরেক হাউজমেটও গেল একাউন্ট খুলতে, ওরে দিল current account-silver।

ওইটা কার্ডের সিরিয়ালে ২ নম্বর আর আমারটা ৫ নম্বর। যাইহোক কিছুটা খুশি লাগলো। কেন খুশি লাগল পরে কোন একদিন বলবো। আজ সকালে Visa Debit Card পেলাম, এতদিন কারোও কাছে premier account এর debit card দেখি নাই, আর অন্য একাউন্টগুলো কার্ডগুলো দেখতে তেমন একটা ভাল না, কিন্তু আমার কার্ডটা দেখতে খুব সুন্দর আর যেদিন একাউন্ট খুলতে গিয়েছিলাম, ওইদিন একজনের হাতে এই কার্ডটা দেখে দীর্ঘশ্বাস ফেলেছিলাম - কবে যে অমন একটা কার্ড পাব, আর এক সপ্তাহের মাথায় পেয়ে গেলাম। হয়তো তিনমাসের মাথায় ক্রেডিট কার্ডও পেয়ে যাবো।

তাহলে আর সেমেস্টারের আগে ফি নিয়ে চিন্তা করতে হবে না। আহ ....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.