আমাদের কথা খুঁজে নিন

   

বোমা

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

বাংলা বোমা বললে প্রথমেই বিস্ফোরক পদার্থ দিয়ে তৈরী মারণাস্ত্রের কথা মনে আসে। এ বোমার ধ্বংস করার ও শব্দ তৈরি করার ক্ষমতা ভয়াবহ তা আমরা সবাই জানি। কিন্তু বাংলাদেশে ও বাংলাভাষায় আরো একটি বোমা আছে- যার কাজ একান্তই নিরীহ। এ বোমা হলো এক ধরনের আগাচোখা যন্ত্র- যা দিয়ে বস্তা থেকে চাল, ডাল, গম ইত্যাদি মালের নমুনা বের করা হয়। বস্তার মধ্যে এটি প্রবেশ করিয়ে টানলেই মালের নমুনা বেরিয়ে আসে। এই অনুষঙ্গ থেকেই আমরা পেটে বোমা মারা কথাটি ব্যবহার করি। বাকভঙ্গিতে যখন 'পেটে বোমা মারলেও একটি অক্ষর বেরুবে না' ধরনের কথা বলি, তখন বুঝতে হবে লোকটি এমনই নিরক্ষর ও অশিক্ষিত যে তার পেট এলেম বলতে কিছু নাই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।