আমাদের কথা খুঁজে নিন

   

তরঙ্গ বোমা !

আমরা একটু দোয়া ছাড়া আর কী করতে পারি...! আর একটু স্টাটাস শেয়ার করেই ক্ষান্ত হতে হয়। এখনি সময়, আমার দেশের সকল অঙ্গন থেকে পশ্চিমা, আর ইজরাইলী কালচার কে রুখে দেবার। একথা সত্য যে ওরা আমার দেশে ড্রোন হামলা করছে না। আমার দেশে রকেট হামলা করছে না। কিন্তু' একথা অস্বীকার করার কোন উপায় নেই যে, ওরা সাংস্কৃতিক অঙ্গন কে কতটা ওদের মত করে গড়ে তুলেছে।

এমন একটা ফিল্ম যেটাতে ইসলামী জীবন ব্যবস্থার বিপরীত প্রতিচ্ছবি ভেসে ওঠে, সেখানেই তো ওরা ওদের অর্থ লগ্নি করছে, আর নানাবিধ প্রতিযোগিতামূলক মগজ ধোলাই প্রোগ্রাম তো আছেই ! সমাজ কে অশ্লীলতায় ভরে দেবার সকল সরঞ্জাম যে আমাদের মগজে গেথে দিচ্ছে তার বিরুদ্বে তো অন্তত আমরা রুখে দাড়াতে পারি। ভোগবাদী সমাজ, পূজিবাদী সমাজ তা তো সেই ইহুদী, ইজরাইল, আমেরিককার-ই প্রতিনিধিত্ব করে ! তা কেন আমরা বুঝতে দেরি করছি। ভাইয়া ও আপুরা আসুন ফিলিস্তিনিদের জন্য আল্লাহর কাছে দোয়া করব আর সেই সাথে আমাদের সমাজে সকল ক্ষেত্রে যেখানেই ওদের সংস্কৃতিকে মাথা চাড়া দিতে উঠতে দেখব, ওদের আদর্শ কে চলমান পাব, সে সকল ক্ষেত্রে আসুন নিজেরা একটু ইসলামিক সংস্কৃতিকে লালন করি। মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করি। না হলে যে, অদূর ভবিষ্যতে এই বাংলার মস্তিস্ক থেকেই ইজরাইলী, আমেরিকার গোলাম তৈরী হতে থাকবে ! বাংলার আকাশে ড্রোন হামলা হচ্ছে না,ক্লাস্টার বোমা বর্ষণ হচ্ছে না সত্য ! কিন্তু প্রতি মূহুর্তে....এ দেশের আকাশে ভারতীয় ও আমাদের দেশীয় কিছু মিডিয়ার ( তরঙ্গ বোমা ) যুব সমাজের নৈতিকতার অধ্যায় কে কুরে-কুরে খাচ্ছে ! আর শতাধিক পর্ণ ওয়েব সাইটের প্রবেশাধিকার তো আছেই ।

কী আর বলব ! ধান ক্ষেতের আইলে বসেও ২/১ টাকা খরচ করে সে রাজ্যের বাসিন্দা হবার সুযোগ আছে আমাদের এই সমাজে ! মাত্র পাঁচ টাকা খরচ করে আপনি বিকৃত মানসিকতার দুয়ারে ঢুকতে পারবেন মহল্লার গলিতে অবস্থিত কোন ভি-সিডির দোকান থেকে । স্পষ্ট করে বলতে চাই ! তরঙ্গের সিংহভাগ যতদিন ঐ নষ্টদের দখলে থাকবে...ততদিন আমাদের ইসলামী জীবন ব্যবস্থার কাংখিত প্রতিফলন আশা করতে পারি না । আল্লাহ হাফিজ । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.