আমাদের কথা খুঁজে নিন

   

মহিলারা ‘নেত্রী’র মতো চলুন: আহমদ শফী

প্রধানমন্ত্রীর মতো নারীদের পর্দা মেনে চলার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।
মঙ্গলবার বগুড়ায় হেফাজতে ইসলামের শানে রেসালত মহাসম্মেলনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, “নেত্রী আপনি যেভাবে চলাফেরা করেন, নারীদেরও সেভাবে চলাফেরা করতে বলুন।
“নাস্তিক্যবাদীদের এদেশ থেকে তাড়াতে হবে। নাস্তিক্যবাদীরা এদেশে থাকতে পারবে না। এটা আস্তিক্যবাদীদের দেশ, নাস্তিক্যবাদীদের নয়,” বলেন শফী।


শফী আরো বলেন, “সরকার ও নেত্রীকে বলছি- আস্তিক্যবাদে বিশ্বাস ও তওবা করে হেফাজতের ১৩ দফা দাবি মেনে নেন। দাবি মেনে নিয়ে ঘোষণা দিতে হবে। ”
শফী বলেন, “নেত্রীর জন্যও দোয়া করছি, দাওয়াত দিচ্ছি, আস্তিকদের সাথে আসুন। তাছাড়া দেশ কোথায় যাবে বলতে পারব না। ”
এব্যাপারে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেত্রী বলতে তিনি (শফী) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝিয়েছেন।


বাবুনগরী বলেন, “অন্তত প্রধানমন্ত্রী যেটুকু পর্দা মানেন সেটুকু হলেও যেন নারীরা মানেন। ওই কথাই তিনি বোঝাতে চেয়েছেন। ”
কওমী মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মুফতি আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জুনায়েদ বাবুনগরী, ঢাকা মহানগরের আহ্বায়ক নুরুল হোসেন কাশেমী, যুগ্ম-আহ্বায়ক জুনায়েদ আল হাবিব, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস ও মুফতি ইজাহারুল ইসলাম।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.